ভূত নাচে, নাচে ভূত
নাচে ভূতের পুত
ভুঁড়ি মোটা বাঁকা ঠ্যাংয়ে
করে কুত কুত
নাচে ভূতের পুত
নাচে ভূতের পুত।
খিলখিলিয়ে হেসে মরে
চোখ উল্টিয়ে চায়
মাঝে মাঝে তালি মারে
বাঁকা হাতে পায়।
ক্ষিদে পেলে হেঁকে চলে
মুখে লয়ে খুঁত
নাচে ভূতের পুত
নাচে ভূতের পুত।
রঙ বেরঙের পোশাক পড়ে
হাতে লয়ে বাঁশি
চড়পাটায় থাপর মারে
ভাঙা গলায় কাশি
'কী খাবার খেতে দিলে
পাই না তাতে যুত'
নাচে ভূতের পুত
নাচে ভূতের পুত।
ঠক বাজি করে ভূতে
ধ্যাৎতরি ছাই ধুত
নাকা গলায় কথা বলে
করে ফুত ফুত
নাচে ভূতের পুত
নাচে ভূতের পুত।
ভুতের নাচ দেখার ইচ্ছা টা বেড়ে গেলো... কবিতাটা মজার ছিল