তুমি কেন গালি দিলে ও
আমার সঙ্গিনী
আমি যদি মুচি হই
তুমি মুচারিনী
সঙ্গিনী
ও আমার সঙ্গিনী।
আমাকে যদি দাও গালি
তুমিও যাবে না খালি খালি
ঢিল মারলে,পাটকেল খেতে হয়
মুখে পড়ে চুনকালি
মানী লোকে মারে না মান
মান মারে ভারিনী
সঙ্গিনী
ও আমার সঙ্গিনী।
আমি থাকি ওপরে
তুমি থাকো নিচে
আমার গায়ে থুথু দিলে
তুমিও যাবে ভিজে
দেশটা জুড়ে ছড়িয়ে যাবে
তোমার কুকাহিনী
সঙ্গিনী
ও আমার সঙ্গিনী।
কবিতার কথা গুলো বেশ মজার ছিল এবং কবিতার লাইন গুলো ছিল অনেক সুন্দর ভাবে সাজানো।ধন্যবাদ