7
27
বসন্তের ফুল তুলে দিব তোমায়,
দিব তোমায় কোকিলের গান,
গ্রীষ্মের তাপ এনে দিব তোমায় ,
দিব তোমায় ফলের ঘ্রাণ
বর্ষার বৃষ্টি গুলি নাও তুমি,
নাও তুমি মাছের স্বাদ
শরতের সাদা আকাশ তাও হবে তোমার ,
পাবে হেমন্তের ধানের ভাত।
শীতের মাঝে দিব তোমায় কুয়াশার চাদর,
মিষ্টি রোদে পাবে তুমি পাবে নতুন ভোর।
ছন্দ গুলো দারুন হয়েছে। ছন্দ মেলানো অনেক কঠিন একটি কাজ। আর কবিতাটিও অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে আপনি এটি উপস্থাপন করেছেন।