স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি

8 240
Avatar for Adnan334
4 years ago

একসময় চীনের প্রায় সব মানুষই ছিল অলস। তারা পরিশ্রম করতে চাইত না। সারাদিন শুধু শুয়ে বসে কাটাতো। অফিসের নেশায় বুঁদ হয়ে শুধু ভাগ্য পরিবর্তনের জন্য বড় বড় কথা বলত আর স্বপ্ন দেখত।

চীনের জনগণের অধিকাংশের এমন করুন অবস্থা দেখে মাও সেতুং নামের এক যুবকের দুঃখ হয়। সে মনে মনে একটা পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে মাটি কাটার কোদাল দিয়ে একটা পাহাড় একাই কাটতে শুরু করল। চীনের লোকজন তার এই কর্মকান্ড দেখে হাসতে লাগল। তাঁরা সেতুংকে পাগল বলতে লাগলো। সেতুং তাদের কথায় কান না দিয়ে তার কাজ সে চালিয়ে যেতে লাগল। কিছুদিন পরে লোকজন দেখে অবাক হয়। সে একাই অনেকখানি পাহাড় কেটে ফেলছে। আরও কিছুদিন পরে উৎসুক লোকজন সেখানে গিয়ে দেখল অনেক সুন্দর ফসল জন্মাচ্ছে। জমায়েত লোকদের উদ্দেশ্যে তখন সেতুং বলে, তোমরা অফিসের নেশায় না ভুলে থেকে কাজ করো। আর এ জন্য দরকার ইচ্ছা শক্তি। তোমাদের ইচ্ছাশক্তিই তোমাদের এনে দিবে স্বনির্ভরতা। এভাবেই চীনারা আজ এক নম্বর স্বনির্ভর জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পৃথিবীর বুকে।

11
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
4 years ago

Comments

Can't understand the language😔

$ 0.00
4 years ago

অনেক সুন্দর লিখেছেন।গল্পটা শিক্ষণীয় ছিল।অবশ্য সকল কাজে সফলতা অর্জন করতে হলে একটি কথার উপর আস্থা রাখতে হবে।সেই কথাটি হলো-"আমি পারবো,আমাকে পারতেই হবে" এবং এটাই হলো স্বনির্ভরতা।

$ 0.00
4 years ago

ইচ্ছাশক্তি প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ন কারণ ইচ্ছা এবং কঠোর পরিশ্রমই পারে আমাকে আপনাকে সবাইকে সাফল্যের চূড়ায় পৌছে দিতে। ধন্যবাদ এতো সুন্দর একটি আর্টিকেল শেয়ার করার জন্য

$ 0.00
4 years ago

Good post

$ 0.00
4 years ago

Withiut strong desire a man can not do anything.To do any work man need to have a strong desire Your this article are about this.

$ 0.00
4 years ago

সুন্দর লিখেছেন👌

$ 0.00
4 years ago

আসলেই ইচ্ছা থাকলে উপায় হয়।কষ্ট করলে কেষ্ট মিলে ।আপনি ভালো লিখেছেন।

$ 0.00
4 years ago