একসময় চীনের প্রায় সব মানুষই ছিল অলস। তারা পরিশ্রম করতে চাইত না। সারাদিন শুধু শুয়ে বসে কাটাতো। অফিসের নেশায় বুঁদ হয়ে শুধু ভাগ্য পরিবর্তনের জন্য বড় বড় কথা বলত আর স্বপ্ন দেখত।
চীনের জনগণের অধিকাংশের এমন করুন অবস্থা দেখে মাও সেতুং নামের এক যুবকের দুঃখ হয়। সে মনে মনে একটা পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে মাটি কাটার কোদাল দিয়ে একটা পাহাড় একাই কাটতে শুরু করল। চীনের লোকজন তার এই কর্মকান্ড দেখে হাসতে লাগল। তাঁরা সেতুংকে পাগল বলতে লাগলো। সেতুং তাদের কথায় কান না দিয়ে তার কাজ সে চালিয়ে যেতে লাগল। কিছুদিন পরে লোকজন দেখে অবাক হয়। সে একাই অনেকখানি পাহাড় কেটে ফেলছে। আরও কিছুদিন পরে উৎসুক লোকজন সেখানে গিয়ে দেখল অনেক সুন্দর ফসল জন্মাচ্ছে। জমায়েত লোকদের উদ্দেশ্যে তখন সেতুং বলে, তোমরা অফিসের নেশায় না ভুলে থেকে কাজ করো। আর এ জন্য দরকার ইচ্ছা শক্তি। তোমাদের ইচ্ছাশক্তিই তোমাদের এনে দিবে স্বনির্ভরতা। এভাবেই চীনারা আজ এক নম্বর স্বনির্ভর জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পৃথিবীর বুকে।
Can't understand the language😔