স্বাধীনতার কবি আমি
স্বাধীনতার গান গাই
যে গানে আমি আমার মাকে খুঁজে পাই
স্বাধীনতার গান গাই-
আমি স্বাধীনতার গান গাই।
আমার দেশের সবুজ বনে
ফলায় ফসল কৃষক গানে
যে ফসলে আমি আমার
পেটের জ্বালা মিটাই
স্বাধীনতার গান গাই-
আমি স্বাধীনতার গান গাই।
আমার দেশ মাতার নদীর বুকে
মাছ ধরে ভাই জেলে সুখে
যে মাছে আমি আমার
আমিষের অভাব ঘুচাই
স্বাধীনতার গান গাই-
আমি স্বাধীনতার গান গাই।
আমার দেশ মাতার জন্যে যারা
ঝড়ায় চোখে অশ্রুম্নধারা
সেই অশ্রুম্ন হাতে মাখি
দেশ মাতার মাথায় হাত বুলাই
স্বাধীনতার গান গাই-
আমি স্বাধীনতার গান গাই।
As usual, ek kothay oshadharon hoyeche vaiya. Shadhinotar kobi kobitati sotti khub sundor hoyeche. Dhonnobad vaiya eto sundor kobita amader upohar dewar jonno.