সস তৈরি রেসিপি

3 11
Avatar for Adnan334
4 years ago

উপকরণঃ

১) পাকা টমেটো-৩কেজি৷

২) চিনি -৩০০ গ্রাম৷

৩) ভিনেগার-১কাপ৷

৪) লবণ-৩চা চামচ৷

৫) সোডিয়াম বেনজোয়েট-২০ গ্রাম ৷

পদ্ধতিঃ

প্রথমে টমেটো গুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে৷ তারপর বাছাই করা পাকা টমেটো নিয়ে এগুলো একটি পাত্রে রেখে তা ফালি ফালি করে কেটে নিতে হবে৷ এবার একটি পাত্রে টমেটো ও টমেটোর সমপরিমাণ পানি দিয়ে পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে হালকা জ্বাল দিতে হবে৷ তারপর ২/৩ বার টমেটো নেড়ে দিতে হবে৷ এরপর সিদ্ধ হয়ে গেলে ঘুটনি দিয়ে টমেটো ভালো করে ঘুটে দিতে হবে৷ তারপর চালানি দিয়ে টমেটো চেলে টমেটোর বীজ ও খোসা ছেকে নিতে হবে৷ এবার চেলে নেওয়া টমেটোর মধ্যে লবণ, চিনি এবং ভিনেগার মিক্স করে আবার চুলোয় জ্বাল দিয়ে নিতে হবে৷ তারপর থকথকে হয়ে এলে চুলো থেকে নামানোর আগে সোডিয়াম বেনজোয়েট দিতে হবে৷ এবার গরম টমেটো সস পরিষ্কার শুকনা বোতলে ভরে ঠান্ডা করে নিতে হবে৷ তারপর ঠান্ডা হয়ে এলে মোম দিয়ে বোতলের মুখ ভালো করে বন্ধ করতে হবে ৷ এভাবে তৈরি সস এরকম বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হলে ৫-৬মাস সস ভালো থাকবে৷

7
$ 0.04
$ 0.04 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

আমার একটা রান্নার কমিউনিটি রয়েছে, রন্ধন-পাঠশালা, ওখানে আপনার বাংলায় লেখা যেকোন পোস্ট শেয়ার করতে পারেন।

$ 0.00
4 years ago

আপনার কমিউনিটি টা কি ফিচার কমিউনিটি ? ফিচার কমিউনিটি ছাড়া পয়েন্ট দিতেছে না রিড ক্যাশ৷

$ 0.00
4 years ago

না, আমার কমিউনিটিটা নতুন, একটা ফিচারড কমিউনিটি তে সাবমিট করে আমু নতুন গুলো তেও করি, নিয়ন কানুন সব মেনে চললে আরো কমিউনিটিকে ফিচারড করা হবে।

$ 0.00
4 years ago

Wow nic.Very useful recipe

$ 0.00
4 years ago