কালো রাত এলে
বাঙালির দেলে
শোকের নদী বয়ে যায়
কত দুঃখ, ব্যথা বেদনা
জমে আছে মোর কলিজায়
শোকের নদী বয়ে যায়।
নেতার বংশ করি ধ্বংস
বাহাদুরি দেখায় খুনি কংস
বুক ফেটে কান্না আসে
চোখ বেয়ে আসে জল-
আমি হীন দুর্বল
করি শুধু হায় হায়-
শোকের নদী বয়ে যায়।
জাতিকে এতিম করলো যারা
ফাঁসির কাষ্ঠে ঝুলবে তারা
ছাড় পাবে না কঠিন সাজায়
শোকের নদী বয়ে যায়।
কবিতাটি সুন্দর হয়েছে এবং ২৫ শে মার্চ ভুলার মতো নয়