সৈয়দ মুজতবা আলী

0 21
Avatar for Adnan334
4 years ago

সৈয়দ মুজতবা আলী 13 সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা সিকান্দর আলী। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস মৌলভীবাজারে। তিনি সিলেট গভর্মেন্ট হাইস্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে। আফগানিস্তানের কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু হয়।এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1932 খ্রিস্টাব্দে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি মিশরের আল আযাহা বিশ্ববিদ্যালয়ে ও মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন। তিনি 1949 খ্রিস্টাব্দে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। 1961 সালে তিনি বিশ্বভারতীয় রিডাব নিযুক্ত হন। সৈয়দ মুস্তাফা আলী নিজস্ব এক গদ্যশৈলীর নির্মাতা। প্রচুর ভাষায় ব্যুৎপত্তি ও অসাধারণ পান্ডিত্যের সংমিশ্রণে তিনি গদ্য রচনা করেছেন তা খুবই রসাগ্রহী হয়ে উঠেছে। তিনি 11ই ফেব্রুয়ারি,1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

3
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments