শাপলা ফুলের বড়া রেসিপি

12 80
Avatar for Adnan334
3 years ago

শাপলা ফুলের বড়া অনেকেই বানাতে পারেন অনেকেই বা নাম শুনেন নি। অনেকে আবার মনে করতে পারেন শাপলা ফুলের আবার বড়া হয়! আপনাদের সবার জন্য এই মজাদার শাপলা ফুলের রেসিপিটা লিখতে চলেছি-

উপকরণ:

১) শাপলা ফুল।

২) আতপ চাল।

৩) ডাল ( খেসারি,মুসারি)।

৪) লবণ-স্বাদমত।

৫) কাঁচামরিচ- পরিমাণমত।

৬) হলুদের গুঁড়া- পরিমাণমতো।

৭) জিরার গুঁড়া- পরিমাণমতো।

৮) মরিচের গুঁড়া- পরিমাণমত।

৯) রসুন-২/৩কোয়া।

১০) পিঁয়াজ (মাঝারি)-৩/৪টা।

১১) তেল।

১২) জিরা।

১৩) কড়াই।

পদ্ধতি:

প্রথমে শাপলা ফুলের উপরের আংশ ফেলে দিয়ে ফুলের সাদা পাপড়ি গুলো আলাদা করে নিতে হবে। তারপর শাপলা ফুলের সাদা পাপড়ি গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার একটি পাত্রে চাল এবং ডাল পরিমাণমত পানিতে ১ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর চাল এবং ডাল ছাঁকনি দিয়ে ছেঁকে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার কাঁচা মরিচ ,রসুন, পিঁয়াজ পেস্ট করে নিতে হবে। এরপর একটি পাত্রে চাল এবং ডাল রেখে তার মধ্যে সকল উপকরণ অর্থাৎ লবণ, কাঁচামরিচ পেস্ট, রসুন পেস্ট, পিঁয়াজ পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া , পরিমাণমতো পানিতে মিশিয়ে নিতে হবে।তারপর শাপলা ফুলের কুচি কুচি করে কেটে নেওয়া পাপড়ি গুলো মিশিয়ে নিতে হবে। এবার চুলায় একটি কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করে নিতে হবে। তারপর শাপলা ফুলের মেশানো পাপড়ি গুলো ইচ্ছা মত আকৃতিতে বড়া বানিয়ে কড়াইয়ে দিয়ে ভেজে নিতে হবে। বড়া গুলো লালচে রঙের হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল শাপলা ফুলের বড়া রেসিপি।এবার পরিবেশন করুন।

7
$ 0.05
$ 0.05 from @ericreid9
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

অসাধারণ একটা খাবার রেসিপি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শাপলা ফুল দিয়ে যে বড়া বানানো যায় আমি জানতাম না৷

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য। শাপলা ফুলের বড়া বাসায় বানানোর চেষ্টা করতে পারেন।

$ 0.00
3 years ago

শাপলা ফুলের বড়া খেতে আমার অনেক ভালো লাগে। কিন্তু শাপলা ফুল খুব কম পাওয়া যায়, সেজন্য শাপলা ফুলের বড়া খাওয়া হয়না।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।

$ 0.00
3 years ago

বড়া অনেক রকমের খেলাম তবে এইরকমের খাবার খাওয়া হইনাই।শাপলা ফুল দিয়ে বড়া বানানো যায় আগে যানতাম না

$ 0.00
3 years ago

শাপলা ফুলের বড়া খুবই সুস্বাদু বড়া । বাসায় বানানোর চেষ্টা করতে পারেন।

$ 0.00
3 years ago

আনকমন রেসিপি দেওয়ার জন্য ধন্যবাদ।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকেও আপনার মতামত প্রকাশের জন্য।

$ 0.00
3 years ago

রিসিপিটা খুব ভাল লাগলো।আশা করি খেতে আরো বেশি ভাল লাগবে।এরকম ভালো ভালো পোস্ট সামনে আরো পাবো আশা রাখি।

$ 0.00
3 years ago

অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে আরও অনেক রেসিপি বা অন্যান্য পোস্ট লিখে যাবো।

$ 0.00
3 years ago

এই রকম আনকমন আনকমন রেসেপি গুলো খুব ভালো লাগে আমার। tnq

$ 0.00
3 years ago

ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট পেলে আরও ভিন্ন ভিন্ন রেসিপি লেখার ইচ্ছা হয়।

$ 0.00
3 years ago