রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

2 10
Avatar for Adnan334
3 years ago

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ 16 ই অক্টোবর 1956 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। 1974 সালে তিনি ওয়েস্ট এন্ড হাই স্কুল থেকে এসএসসি এবং 1976 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। অতঃপর 1980 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও 1983 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি 'সম্মিলিত সাংস্কৃতিক জোট' ও 'জাতীয় কবিতা পরিষদ' গঠনের উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। মূলত স্বাধীনতা-উত্তর বাংলা কবিতায় উচ্চকণ্ঠে প্রতিবাদী কবি হিসেবে তারা আবির্ভাব।এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ গণ আন্দোলন ও অসাম্প্রদায়িক জীবনবোধের অসাধারণ এক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: উপদ্রুত উপকূল, ফিরে চাই স্বর্ণগ্রাম, মানুষের মানচিত্র, ছোবল ইত্যাদি। গীতিকার হিসেবেও তিনি জনপ্রিয়তা লাভ করেন। একুশে জুন 1991 সালে রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর অকালপ্রয়াণ ঘটে।

3
$ 0.12
$ 0.12 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

Nice article.

$ 0.00
3 years ago

Nice article.

$ 0.00
3 years ago