পুষ্প আপনার জন্য ফোটে না

13 88
Avatar for Adnan334
3 years ago

আত্মস্বার্থে বিভোর না হয়ে পরের কল্যাণে জীবন জীবন উৎসর্গ করার মধ্যেই রয়েছে মানবজীবনের সার্থকতা। ফুল যখন ফোটে তখন তার সৌন্দর্যে মানুষ মুগ্ধ হয়। মধুলোভী মৌমাছিকে তখন করে আকর্ষণ।মেয়েরা ফুলগুলো খোঁপায় গোঁজে আবার কেউ কেউ ফুলদানিতে সাজিয়ে রেখে দেয়। মৌমাছিরা পান করে ফুলের মধু আর সঞ্চয়ে গড়ে তোলে মৌচাক। অপরের কল্যাণে কাজ করে একসময় ফুল শুকিয়ে যায় ঝরে পড়ে তার পাপড়িগুলো। অপরের কল্যাণে ফুল নিজের জীবন উৎসর্গ করে তার জীবন সার্থক করে তোলে। পৃথিবীতে অনেক মহৎ ব্যক্তি আছে যারা ফুলের মতোই অন্যের জন্য নিজের মেধা, জ্ঞান, শ্রম এমনকি নিজের মূল্যবান জীবনকে উৎসর্গ করে গেছেন। আমাদের মুক্তিযুদ্ধের বীর শহীদগণ তাদের নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা উপহার দিয়ে গেছেন । তাই ইতিহাসের পাতায় তারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষের গুণ নয়‌ অপরের কল্যাণে কাজ করে যেতে হবে। সমাজে বসবাস করতে হলে একে অপরের সাহায্য সহযোগিতা করে চলতে হবে, তবেই মনুষ্যত্বের মর্যাদা অক্ষুণ্ন থাকবে। ফুলের অপরের কল্যাণ করার শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। ফুল যেমন অন্যের জীবন সাজাতে, সুন্দর সুন্দর করতে, সৌরভময় করতে নিজের জীবন উৎসর্গ করে দেয় তেমনি পদার্থে জীবন উৎসর্গ করতে পারলে আমাদের জীবনও ফুলের মতো সুন্দর ও সৌরভময় হয়ে উঠবে। সবসময় আমার পোস্টে লাইক কমেন্ট করবেন এবং আপভোট দিবেন। বস্তুত মানবজীবন ব্যক্তিস্বার্থকেন্দ্রিক নয়, একে অপরের কল্যাণে ব্রতী হওয়াই মনুষ্যত্বের বৈশিষ্ট্য।

8
$ 0.00
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

অন্যের উপকারে আসার মাধ্যমেই জীবনের উদ্দেশ্য সফল হয়।ভোগে সন্তুষ্টি নেই।

$ 0.00
3 years ago

হ্যাঁ, তাই আমাদের সর্বদা অন্যের কল্যাণে কাজ করে যেতে হবে। তবেই জীবনের সার্থকতা। অপরের কল্যাণের জন্য কাজ করলে প্রকৃত সুখ মেলে।

$ 0.00
3 years ago

অনেক ভালো লাগলো আপনার আর্টিকেল পড়ে। আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে বিভোর হওয়াতে কোনো সুখ নেই, অন্যের উপকার করা, কল্যাণ সাধনেই রয়েছে প্রকৃত সুখ।

$ 0.00
3 years ago

হুম সবসময় অপরের কল্যাণে কাজ করে যেতে হবে। তবেই মনুষ্যত্বের সার্থকতা। এখন থেকে প্রতি পোস্টে কিছু কিছু আপভোট দিবেন ।

$ 0.00
3 years ago

হুম, আমাদের সবার উচিত অপরের কল্যানের জন্য কাজ করা। শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না। অন্যদের কথাও ভাবতে হবে।

$ 0.00
3 years ago

হ্যাঁ, অপরের কল্যাণে সাধনে ব্রতী হওয়াই মনুষ্যত্বের বৈশিষ্ট্য।

$ 0.00
3 years ago

হুম আমাদের সকলের উচিত সবরকম বিপদে আপদে একে অন্যের পাশে দাড়ানো। সাহায্য সহযোগিতা করা।

$ 0.00
3 years ago

owww this artcile so important for everyone. its so good article. next time better article publish

$ 0.00
3 years ago

Thanks for your support. With your support, I am encouraged to write new articles.

$ 0.00
3 years ago

ছোট বেলা এই কথা অনেক শুনছি আর অনেক বার পড়েছি।এই থেকে অনেক কিছু শিখতে পারে মানুষ

$ 0.00
3 years ago

হ্যাঁ, শুধু নিজের স্বার্থের কথা চিন্তা না করে অপরের জন্য কাজ করলে আত্মতৃপ্তি আসে। তাই অপরের কল্যাণে কাজ করতে হবে।

$ 0.00
3 years ago

ফুল সৌন্দর্যের প্রতীক। কিন্তু তার এই সৌন্দর্য নিজের জন্য রাখে না, সবার মাঝে বিলিয়ে দেয়। আমাদের উচিত সর্বদা নিজের চিন্তা না করে পরের কল্যাণে কিছু করা।

$ 0.00
3 years ago

আপনার এই গল্পটি পড়ে আমার খুবই ভালো লাগলো। গল্পটি বর্তমান সমাজের আঙ্গিকে শতভাগ সঠিক।

$ 0.00
3 years ago