পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

5 187
Avatar for Adnan334
4 years ago

কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম এবং একনিষ্ঠ সাধনা করতে হবেই। পরিশ্রম করে অসাধ্য সাধন করা যায়। ভাগ্য থাকলে পাব এই আশায় শুধু বসে থাকলে হবে না কাজ করতে হবে। আপনার রিজিক আছে তাই আপনি খেতে পারবেন তাই বলে কি কাজ না করে ঘরে বসে থাকবেন। ঘরে বসে থাকলে খাবার একাই আসবে না পরিশ্রম করে অর্জন করতে হবে। কঠোর পরিশ্রম করে বিরূপ ভাগ্যকে জয় করতে হবে।

বিশ্বের যারাই সফলতা লাভ করেছে তাদের সফলতার মূলেই রয়েছে পরিশ্রম। কৃষক ভাগ্যের উপর বসে থেকে ফসল উৎপাদন করে না। হাড়ভাঙা খাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যায়। উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন তারা পরিশ্রমের কারণেই উন্নতির চরম শিখরে পৌঁছেছে। জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। লক্ষ্যটাকে স্থির রেখে নিরলস প্রচেষ্টায় কাজ করে যেতে হবে তবেই সফলতা অর্জন করা যাবে। তাই সফলতা অর্জন করতে পরিশ্রমের বিকল্প নেই।

5
$ 0.00
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
4 years ago

Comments

একদম ঠিক বলেছেন। পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ব্যাতিত জিবনে কোনোরকম উন্নতি সম্ভব নয়। জিবনে বড় হতে হলে, সফল হতে হলে প্রয়োজন পরিশ্রমের।

$ 0.00
4 years ago

হুম পরিশ্রমের কারণেই আপনি এখন প্রতিদিন ১-২ডলার পর্যন্ত ইনকাম করতে পারছেন। পরিশ্রম না করলে এটা সম্ভব হত না। আপনার অর্জন দেখে এখন আমিও পরিশ্রম করতেছি আশা করি সফল হব।

$ 0.00
4 years ago

হাহাহা.....বেশ মজার মানুষতো আপনি। কিন্তু কথা ঠিক। পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে। আপনি যেভাবে পরিশ্রম করতেছেন, আশা করি আপনিও খুব ভালো ফল পাবেন খুব শীঘ্রই।

$ 0.00
4 years ago

বিনা কাজে কখনো কিছু হই না। তবে কিছু পাওয়া জন্য দরকার চেষ্টা দৃঢ়তা সফলতা পাওয়া জন্য এইসব দরকার।

$ 0.00
4 years ago

পরিশ্রম ছাড়া কিছু অর্জন সম্ভব নয়।আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিশ্রম জড়িত,কেউ এটাকে অবহেলা করে কোনো কিছু লাভ করতে পারে না।

$ 0.00
4 years ago