কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম এবং একনিষ্ঠ সাধনা করতে হবেই। পরিশ্রম করে অসাধ্য সাধন করা যায়। ভাগ্য থাকলে পাব এই আশায় শুধু বসে থাকলে হবে না কাজ করতে হবে। আপনার রিজিক আছে তাই আপনি খেতে পারবেন তাই বলে কি কাজ না করে ঘরে বসে থাকবেন। ঘরে বসে থাকলে খাবার একাই আসবে না পরিশ্রম করে অর্জন করতে হবে। কঠোর পরিশ্রম করে বিরূপ ভাগ্যকে জয় করতে হবে।
বিশ্বের যারাই সফলতা লাভ করেছে তাদের সফলতার মূলেই রয়েছে পরিশ্রম। কৃষক ভাগ্যের উপর বসে থেকে ফসল উৎপাদন করে না। হাড়ভাঙা খাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যায়। উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন তারা পরিশ্রমের কারণেই উন্নতির চরম শিখরে পৌঁছেছে। জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। লক্ষ্যটাকে স্থির রেখে নিরলস প্রচেষ্টায় কাজ করে যেতে হবে তবেই সফলতা অর্জন করা যাবে। তাই সফলতা অর্জন করতে পরিশ্রমের বিকল্প নেই।
একদম ঠিক বলেছেন। পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ব্যাতিত জিবনে কোনোরকম উন্নতি সম্ভব নয়। জিবনে বড় হতে হলে, সফল হতে হলে প্রয়োজন পরিশ্রমের।