পোড়া ঘরে থাকি আমি
মনটা পোড়া নয়
বিধির কাছে বারে বারে
আমার পরাজয়।
আমায় নিয়ে চলে এতো খেলা
খেলতে খেলতে আমার যায় বেলা
আমার সাথে নিয়তির
একি অভিনয়
পোড়া ঘরে থাকি আমি
মনটা পোড়া নয়।
আমি তো তারই কাছে ধরা আছি
তাকে ছাড়া কেমনে বাঁচি?
তাইতো আমি সারাক্ষণ তাকেই করি ভয়
পোড়া ঘরে থাকি আমি
মনটা পোড়া নয়।
সবখানেতে মিথ্যা
সত্যের বাতি জ্বলে ধিকি ধিকি
একেবারে যায় না নিভে
চারদিকে শুধুই দেখি
আত্মই জয় আর জয়
পোড়া ঘরে থাকি আমি
মনটা পোড়া নয়।
বেশ ভালো এবং শিক্ষণীয় একটা কবিতা।ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কবিতাটা শেয়ার করার জন্য।