অনুপ্রেরণা

1 21
Avatar for Adnan334
4 years ago

করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ৷

সংশয়ে সংকল্প সদা টলে , পাছে লোকে কিছু বলে৷

আপনি যেটাই করুন না কেনো কারো না কারো চোখে সেটা ভুল হবেই৷ সবার মন মত হওয়া যাবেনা কখনো৷ আপনি খুব ইমোশনাল , হয়তো আপনাকে নিয়ে কেউ হাসহাসি করে , তাই হয়তো আপনি অভ্যাস পরিত্যাগ করতে চাচ্ছেন ৷ কিন্তু কেনো ? হয়তো আপনি যে ভাবেই চলবেন তারা হাসাহাসি করবেই৷ নিজেকে নিজের মত চলতে দিন ৷ আপনি ওইরকমই থাকুন৷ আপনি হয়তো চুপচাপ থাকেন বা কম কথা বলেন ৷ অনেকে হিংসুক বলতে পারে ৷ বলতে দিন৷ যে যাই বলুক না কেনো আপনি আপনার মতই থাকুন ৷ চুপচাপ থাকা একটা আর্ট যা সবাই পারে না৷ হয়তো আপনি বেশি কথা বলেন ৷ বলতে থাকুন নিজের মত ৷ আপনি যেমনই হন না কেনো কেউ না কেউ কটু কথা বলবেই তাতে ধমে থাকা যাবেনা৷ আপনি সমাজের কল্যাণে হয়ত কোনও কাজ করতে চাচ্ছেন কিন্তু কে কি বলবে সেটা ভেবে পিছিয়ে পরছেন ৷ কেনো পিছিয়ে পরছেন? আপনি কাজ করে দেখান ভূল হলে তা থেকে শিক্ষা নিয়ে আবার কাজ করে যান৷ হয়তো আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন নাই, এইজন্য মন খারাপ৷ তাতে কি হয়ছে ? পরবর্তী পরীক্ষায় ভালো ফলাফল করার চেষ্টা করে যান তবুও ফলাফল ভালো না হলেও হতাশ হবেন না ভালো ফলাফল নয় জ্ঞান লাভ করাটাই আসল ৷ কে কি করল , কে কি বলল সেটা নি ভেবে সর্বদা নিজের মনের মত কাজ করবেন ৷ তবে সেটা ইসলামের দৃষ্টিতে যেটা করা যাবে ঐটাই করবেন , যেটি নিষেধাজ্ঞা আছে সেটি করবেন না৷ ধর্মীয় বিধান মেনে তখন আপনি পেছনে কে কি বলল সেটা না ভেবে নিজের মত কাজ করে যেতে হবে৷ মনে রাখবেন যখন আপনি সফল হবেন তখন তিরস্কার করা লোকটাও আপনাকে বাহবা দিবে৷ সর্বদা সদা সত্য পথে চলে ভালো কাজে মনোনিবেশ করতে হবে৷ সমাজ কেউ এগিয়ে গেলে তার পা ধরে থাকবে যাতে আর উপরে না যেতে পারে৷ কিন্তু আপনাকে আপনার মতো করে এগিয়ে যেতে হবে সব বাদা পেরিয়ে ৷ কে কি বলল ভাবার সময় নেই নিজেকে নিজের মতো করেই থাকতে দিন৷

7
$ 0.09
$ 0.09 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট করার জন্য। আশা করি আরও এরকম ভালো ভালো পোস্ট করবেন।

$ 0.00
4 years ago