মেঘনা নদের উৎপত্তি ভারতের কাছার জেলা ও বাংলাদেশের সিলেট জেলার বহু পাহাড়ি জলস্রোতের মিলিত ধারা থেকে।আসামের পার্বত্য নদী 'বরাক'- সুরমা ও কুশিয়ারা নামে দুই ধারায় বিভক্ত হয়ে সিলেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় 'কালনী' একত্রিত হয়েছে। এটি বর্তমানে ভৈরব বাজার এর নিকট ব্রম্মপুত্রের সাথে এবং চাঁদপুরে পদ্মার সাথে মিলিত হয়েছে। মেগাস্থিনিসের 'ইন্ডিকা' গ্রন্থে এটিকে 'মোগান' বলে উল্লেখ করা হয়েছে। অষ্টাদশ শতকের পাশ্চাত্য পণ্ডিতগণ একে cosin নামে চিহ্নিত করেন। রেনেলের মানচিত্র অনুযায়ী , পদ্মার প্রাচীন ধারা মেঘনার সাথে মেহেন্দিগঞ্জের নিকট মিলিত হতো। বর্তমানে গঙ্গা-ব্রহ্মপুত্রসহ আরো কতিপয় নদীর জল রাশি এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বলে এর নিম্নাংশের ভূমি (নোয়াখালী ,চাঁদপুর ও লক্ষ্মীপুর)প্রবল ভাঙ্গনের মুখোমুখি হচ্ছে।ভারতের আসাম,ময়মনসিংহের পূর্বাঞ্চল , সিলেট ,কুমিল্লা ও নোয়াখালী মেঘনার অববাহিকা অঞ্চল।
2
22
One of the beautiful River This😍