মায়ের ভালোবাসা

6 64
Avatar for Adnan334
3 years ago

মায়ের মন কেমন করে

সন্তান যেন মায়ের কাছে

আকাশেরই চাঁদ রে

আকাশেরই চাঁদ।

কত না দুঃখ-কষ্ট সয়ে

সকল কিছুর বিনিময়ে

সন্তানকে মা মানুষ করে

ভালোবাসার আহলাদে

সন্তান যেন মায়ের কাছে

আকাশের চাঁদ রে

আকাশেরই চাঁদ।

সেই সন্তান একদিন বড় হয়ে

মাকে ভুলে যায়

হায়! হায়! হায়! হায়!

মা'র সামনে ভালো-মন্দ রেঁধে রেঁধে খায়

হায়! হায়! হায়! হায়!

মা দুখিনী ক্ষুধার জ্বালায়

চোখের জলে কাঁদে

সন্তান যেন মায়ের কাছে

আকাশেরই চাঁদ রে

আকাশেরই চাঁদ।

5
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
3 years ago

Comments

ভালো লাগলো ভাই এই কবিতাটি পড়ে আসলে মায়ের ভালোবাসার কোন তুলনা হয়না। আমি আমার মাকে খুব ভালোবাসি। ‌ আপনার কবিতাটা পড়ে আমার খুবই ভালো লেগেছে ভাই আপনি সত্যি অনেক ভালো কবিতা লিখতে পারেন ‌।আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ‌

$ 0.00
3 years ago

একজন মা তার সন্তানকে দুনিয়ার সব থেকে ভালোবাসে। অট্টালিকায় থাকা মা যেমন তার সন্তানের জন্য চিন্তা করে তেমনি কুড়ে ঘরে থাকা মাও তার সন্তানের জন্য চিন্তা করে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।

$ 0.00
3 years ago

একদম ঠিক বলেছেন ভাই আপনার কথায় যুক্তি আছে। ধন্যবাদ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।

$ 0.00
3 years ago

মায়ের ভালোবাসায় কোনো তুলনা নেই। সন্তান যদি কানা খোড়া ল্যাংড়া বোবা হয়ে থাকে তবুও মায়ের ভালোবাসা কখনো কমবেনা।

$ 0.00
3 years ago

হ্যাঁ, নিজে শত কষ্ট করে মা তার সন্তানকে লালন পালন করে বড় করে। মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর আর কোনো ভালোবাসার তুলনা হয় না।

$ 0.00
3 years ago

মায়ের ভালোবাসার সাথে আর কারো ভালোবাসার তুলনায় হয়না।মা মহান। পৃথিবীতে যার মা নেই তার কিছুই নেই।

$ 0.00
3 years ago