মায়ের মন কেমন করে
সন্তান যেন মায়ের কাছে
আকাশেরই চাঁদ রে
আকাশেরই চাঁদ।
কত না দুঃখ-কষ্ট সয়ে
সকল কিছুর বিনিময়ে
সন্তানকে মা মানুষ করে
ভালোবাসার আহলাদে
সন্তান যেন মায়ের কাছে
আকাশের চাঁদ রে
আকাশেরই চাঁদ।
সেই সন্তান একদিন বড় হয়ে
মাকে ভুলে যায়
হায়! হায়! হায়! হায়!
মা'র সামনে ভালো-মন্দ রেঁধে রেঁধে খায়
হায়! হায়! হায়! হায়!
মা দুখিনী ক্ষুধার জ্বালায়
চোখের জলে কাঁদে
সন্তান যেন মায়ের কাছে
আকাশেরই চাঁদ রে
আকাশেরই চাঁদ।
ভালো লাগলো ভাই এই কবিতাটি পড়ে আসলে মায়ের ভালোবাসার কোন তুলনা হয়না। আমি আমার মাকে খুব ভালোবাসি। আপনার কবিতাটা পড়ে আমার খুবই ভালো লেগেছে ভাই আপনি সত্যি অনেক ভালো কবিতা লিখতে পারেন ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য