মাইকেল মধুসূদন দত্ত

2 14
Avatar for Adnan334
4 years ago

মধুসূদন দত্ত 1824 খ্রিষ্টাব্দের 25 শে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন‌। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ তার তীব্র অনুরাগ জন্মে। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টধর্মে দীক্ষিত হন। তখন তার নামের প্রথমে যোগ হয় 'মাইকেল‌'। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা এবং ইংরেজি ভাষায় সাহিত্যসাধনায় তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তাঁর এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্যে দিয়ে তার কবিপ্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি 'মেঘনাদবধ' কাব্য। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা।1873 খ্রিস্টাব্দের 29 শে জুন কবি পরলোকগমন করেন।

4
$ 0.13
$ 0.13 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

ভালো লাগলে আপনার এই লেখাটা পড়ে। ধন্যবাদ

$ 0.00
4 years ago

Nice

$ 0.00
4 years ago