কাঁঠালের রস দিয়ে তৈরি তেলের পিঠা

14 70
Avatar for Adnan334
4 years ago

বর্তমানে কাঁঠালের সময়। কাঁঠাল বিভিন্ন ভাবে খাওয়া যায়। আজকে আপনাদের বলব কিভাবে কাঁঠালের রস দিয়ে তেলের পিঠা তৈরি করবেন। নিচে এই সুস্বাদু কাঁঠালের রস দিয়ে তৈরি তেলের পিঠা রেসিপি শুরু করলাম:

উপকরণ:

১) কাঁঠাল।

২) চালের গুঁড়া-পরিমাণমত।

৩) লবণ-স্বাদমত।

৪) চিনি-স্বাদমত।

৬) ছাঁকনি।

৭) তেল- পরিমাণমতো।

৮) পানি- পরিমাণমতো।

পদ্ধতি:

প্রথমে কাঁঠালের রোঁয়া চিপে একটি বাটিতে রস সংগ্রহ করে নিতে হবে। তারপর রসটুকু ছাঁকনির সাহায্যে ছেকে নিতে হবে।

এবার একটি পাত্রে চালের গুঁড়া নিতে হবে(অবশ্যই ছেঁকে নিতে হবে)। তারপর সেখানে কাঁঠালের রস দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর অল্প একটু পানি দিয়ে মাখাতে হবে। তারপর লবণ এবং চিনি স্বাদমতো দিতে হবে। সবগুলো উপকরণ এবার একসাথে গুলে অর্থাৎ মাখিয়ে নিতে হবে। অবশ্যই চালের গুঁড়া হালকা পানি পানি থাকবে।

এবার একটি কড়াই চুলায় বসিয়ে তাতে ভর্তি করে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে একটি বাটি বা অন্য কিছুর সাহায্যে মাখিয়ে নেওয়া কাঁঠালের রস এবং চালের গুঁড়া গরম তেলে পরিমাণমতো দিতে হবে। কিছুক্ষণ পর পিঠা লাল হয়ে গেলে তুলে ফেলতে হবে। এভাবে বাকি পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল কাঁঠালের রস দিয়ে তেলের পিঠা। এবার আপনার পছন্দমতো পরিবেশন করুন।

7
$ 0.00
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
4 years ago

Comments

হুম, এই পিঠা খেতে অনেক বেশি সুস্বাদু ও মজাদার। আমি কাঠালের এই পিঠা খেয়েছিলাম অনেক আগে একবার। খুবই সুস্বাদু ছিলো।

$ 0.00
4 years ago

হ্যাঁ, এটা মজার একটি পিঠা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টে মূল্যবান কমেন্ট করার জন্য।

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কাঠালের রসের এতো মজাদার একটা পিঠার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

তালের রস দিয়ে পিঠা খাইলাম তবে কাঠালের রস দিয়ে পিঠা কখনো খাওয়া হই নাই আশা করি এই রেসিপি টা ভালো হবে অনেক।

$ 0.00
4 years ago

হ্যাঁ, কাঁঠালের রস দিয়ে তেলের পিঠা মজার একটি পিঠা। বাসায় এটা বানাতে চেষ্টা করবেন। তবেই পোস্টের সার্থকতা।

$ 0.00
4 years ago

Aita notun sunlam ai nam age kokhono suni nai taler pitha khayachi kintu kathar ar pitha akhono khi nai tnq notun recipe dewar jonno

$ 0.00
4 years ago

Apnakew donnobad. Kathaler ros diyew teler pitha toyri kora jay. Basay try korben.

$ 0.00
4 years ago

Obossoi notun kichu try korte amar khub e valo lage ami basai chesta kore dakbo kmn hoi ata . Notun kichu khawar mojai alada

$ 0.00
4 years ago

পিঠা খেতে সবাই অনেক ভালোবাসে।আমি ও পিঠা খেতে খুব ভালোবাসি।তবে তালের রসের পিঠা খেয়েছি কিন্তু কাঠালের রসের পিঠা আমি কখনো খাইনি।

$ 0.00
4 years ago

হ্যাঁ, বাংলাদেশের মানুষ পিঠা খেতে অনেক ভালোবাসে। কাঁঠালের রসের তেলের পিঠা একটি মজার পিঠা। ধন্যবাদ

$ 0.00
4 years ago

এই পিঠা আমি আগে কখনই খাইনি। জানিনা কেমন খেতে হয়তো খুবই একটি সুস্বাদু পিঠা এটি হবে। ধন্যবাদ এটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এবং নতুন একটি খাবার রেসিপি সম্পর্কে ধারণা দেয়ার জন্য ‌

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকেও। কাঁঠাল প্রায় সবাই পছন্দ করে। আর কাঁঠালের রস দিয়ে পিঠা এটা একটা মজার পিঠা। ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

আমি কখনো খাইনি ভাই কিন্তু অবশ্যই আমি বানিয়ে খাওয়াবো। আপনাকেও ধন্যবাদ।

$ 0.00
4 years ago

কাঠালের রস দিয়ে তেলের পিঠা কখনো নাম ও সুনি নাই খাই ও নাই তবে দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো

$ 0.00
4 years ago