0
11
“জুম’আর সালাতে তিন ধরনের লোক হাজির হয়।
(ক) এক ধরনের লোক আছে যারা মসজিদে
প্রবেশের পর তামাশা করে,
তারা বিনিময়ে তামাশা ছাড়া কিছুই পাবে না।
(খ) দ্বিতীয় আরেক ধরনের লোক আছে যারা
জুম’আয় হাজির হয় সেখানে দু’আ মুনাজাত করে,
ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন
আর যাকে ইচ্ছা দেন না।
(গ) তৃতীয় প্রকার লোক হল যারা জুম’আয় হাজির হয়,
চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুৎবা শোনে,
কারও ঘাড় ডিঙ্গিয়ে সামনে আগায় না,
কাউকে কষ্ট দেয় না,
তার দুই জুম’আর মধ্যবর্তী ৭ দিন সহ
আরও তিনদিন যোগ করে মোট দশ দিনের
গুনাহ খাতা আল্লাহ তায়ালা মাফ করে দেন।”
(আবু দাউদঃ ১১১৩)