হালিম তৈরির রেসিপি

4 28
Avatar for Adnan334
4 years ago

উপকরণ:

মাংস রান্নার জন্য : 

১) মাংস-২½কেজি।

২) পেঁয়াজ-৪০০ গ্রাম।

৩) আদা-৩০ গ্রাম।

৪) রসুন-৪০ গ্রাম।

৫) ধনে গুঁড়া-৩০ গ্রাম।

৬) হলুদ গুঁড়া-১½টেবিল চামচ।

৭) মরিচ গুঁড়া-২½টেবিল চামচ।

৮) এলাচ গুঁড়া-১ টেবিল চামচ।

৯) দারুচিনি গুঁড়া-১ টেবিল চামচ।

১০) জিরা ভাজা গুঁড়া-৩০ গ্রাম।

১১) তেল-১৫০ গ্রাম।

ডাল তৈরির জন্য:

১) মসুরের ডাল-১০০ গ্রাম।

২) মটরডাল-১০০ গ্রাম।

৩) মুগ ডাল-১০০ গ্রাম।

৪) মাষকলাইয়ের ডাল-২৫০ গ্রাম।

৫) চাল১০০ গ্রাম।

৬) গম-১০০ গ্রাম।

৭) ধনে গুঁড়া-২চা চামচ।

৮) আদা বাটা-২ চাচামচ।

৯) রসুন বাটা- ২½ চা চামচ।

১০) মরিচ গুঁড়া-১ চা চামচ।

১১) হলুদ-১ চা চামচ।

১২) লবণ-স্বাদমত ।

পদ্ধতি:

প্রথমে চুলায় একটি পাত্রে তেল ঢেলে নিয়ে নিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে পিঁয়াজ ভাজতে হবে (যতক্ষন পর্যন্ত হালকা খয়েরী রঙের না হয়)। এবার সব মসলা একে একে পাত্রে ঢেলে দিতে হবে। এরপর পাত্রটিতে মাংস ঢেলে নিয়ে রান্না করতে হবে। এবার আরেকটা পাত্র চুলায় দিয়ে তাতে চাল , ডাল এবং সব উপকরণ ঢেলে রান্না করতে হবে। রান্না হয়ে এলে মাংসটি ডালের পাত্রে ঢেলে দিতে হবে। এবার পরিবেশন করুন।

5
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

এমন আরো অন্য কিছুর রেসিপি আমাদের সামনে তুলে ধরবেন যাতে আমরা ও শিখতে পারি

$ 0.00
4 years ago

হালিম আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটা খাবার। আমার ভীষণ পছন্দের একটা খাবার হালিম। আর হালিম বানানো খুবই সহজ৷

$ 0.00
4 years ago

হালিম খুবই অসাধারণ সুস্বাদু একটি খাবার। আমার হালিম খেতে খুবই ভালো লাগে। আমি বাড়িতে বানানোর চেষ্টা করবো অবশ্যই। ধন্যবাদ আপনাকে এমন ভালো সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

এই খাবারটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটি খাবার এবং আমাদের সবার কাছেই খুব পছন্দের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য

$ 0.00
4 years ago