ফেসবুক

6 11
Avatar for Adnan334
3 years ago

ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম। ২০০৪সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র মার্ক জুকারবার্গ ও তার বন্ধুরা মিলে ফেসবুক আবিষ্কার করেন। খুব দ্রুত সময়ের মধ্যেই ফেসবুক জয় করে নেয় সারা বিশ্ব। ফেসবুক আধুনিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে। ফেসবুকের কল্যাণে আমরা খুব সহজেই সারা বিশ্বের খবরাখবর মূহুর্তের মধ্যে জানতে পারি। নিজের মত করে পোস্ট লিখতে পারি আবার অন্যের পোস্টে নিজের মতামত প্রকাশ করতে পারি। ফেসবুকের কল্যাণে আমরা সমস্ত সংবাদ পত্র না কিনেই অনলাইনে পড়তে পারি। ফেসবুক যোগাযোগ খুব সহজ করে দিয়েছে। মেসেঞ্জারের মাধ্যমে বন্ধু পরিবারের সাথে কথা বলতে পারি । মেসেঞ্জারে অডিও ভিডিও কলে এবং লিখে লিখে মনের ভাব প্রকাশ করতে পারি। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করতে পারি।

বিভিন্ন ভালো দিকগুলোর মধ্যেও কিছু খারাপ দিক আছে। ফেসবুকের কারণে ছাত্রছাত্রীরা বইপত্র রেখে সারাদিন ফেসবুক ব্যবহার করে। নগ্ন ছবি দেখে অনেকেই। এসব খারাপ দিক গুলো থেকে বিরত থেকে আমাদের ফেসবুক ব্যবহার করতে হবে।

5
$ 0.55
$ 0.55 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

হুম, একদম ঠিক বলেছেন। আমি আপনার সাথে একমত। ফেইসবুক একদিকে যেমন আমাদের জন্য উপকারী অন্যদিকে এর মাধ্যমে অনেক মানুষ ক্ষতিগ্রস্তও হচ্ছে।

$ 0.00
3 years ago

হ্যাঁ ফেসবুকের বেশকিছু খারাপ দিক থেকে বিরত থেকে সীমিত আকারে ফেসবুক ব্যবহার করতে হবে। তবেই আমাদের জন্য ভালো হবে।

$ 0.00
3 years ago

হ্যাঁ, সেটাই৷ প্রত্যেকটা জিনিসেরই দুটো দিক থাকে। একটা ভালো দিক, অপরটি খারাপ দিক। আমাদের সকলের উচিত খারাপ দিক বর্জন করা আর ভালো দিক গ্রহণ করা।

$ 0.00
3 years ago

সত্যিই ঠিক বলেছেন।ফেসবুক না থাকলে আমরা একজনের সাথে একজন পরিচিত হতে পারতাম না।ফেসবুক যেমন আমাদের উপকার করে তেমনি অপকার ও করে।

$ 0.00
3 years ago

ফেসবুকের বিভিন্ন ধরনের খারাপ দিক থাকলেও দিনশেষে বর্তমানে ফেসবুক আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

$ 0.00
3 years ago

ফেসবুকের কারনেই আজ ফ্রিতে আর খুব শজে কম সময়ে একজন অন্য জনের সাথে যোগাযোগ ও ভাব বিনিময় সম্ভব হচ্ছে!

$ 0.00
3 years ago