দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য

8 22
Avatar for Adnan334
4 years ago

দুর্জন মানে হলো দুষ্ট প্রকৃতির লোক। দুষ্ট লোক বিদ্বান হইলেও অবশ্যই সে পরিত্যাজ্য। দুর্জন ব্যক্তি দেশ ও সমাজের জন্য শত্রু। তাঁরা যতই বিদ্বান হোক না কেনো তাদের সবাই ঘৃণা করে। বিদ্যা এমন একটি জিনিস যা মানুষের এক অমূল্য সম্পদ। সবাই বিদ্বান মানুষকে সম্মান করেন। কিন্তু এই বিদ্ধান ব্যক্তিই যদি হয় দুষ্ট প্রকৃতির তবে তার কাছ থেকে দূরে থাকাই ভালো। শিক্ষিত অথচ দুশ্চরিত্র লোক সমাজে সবচেয়ে ভয়াবহ। শিক্ষিত কিন্তু দুশ্চরিত্র লোক যেকোনো সময় যেকোনো অপরাধ মূলক কাজ করতে পারে। বিদ্যা যার চরিত্রকে সংশোধন করতে পারে নি। তাকে দিয়ে কখনো সমাজের বা মানুষের কল্যাণ আশা করা যায় না। দুষ্ট তথা দুর্জন ব্যক্তিকে সাপের সাথে তুলনা করা যায়। আর তার অর্জিত বিদ্যা সাপের মাথার মণির সাথে তুলনা করা হয়। সাপ যেমন যেকোনো সময় মানুষকে ছোবল দিতে পারে ঠিক তেমনি দুর্জন ব্যক্তি যেকোনো সময় মানুষের ক্ষতি করতে পারে। কেউ এই দুষ্ট ব্যক্তিকে অন্তর থেকে ভালোবাসে না। দুশ্চরিত্র ব্যক্তিকে প্রকাশে কিছু না বললেও অন্তরে ঘৃণা করে । কিন্তু এতে তার উপর কোনো প্রভাব ফেলে না। একের পর এক ক্ষতি করতে থাকে। সবাইকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। শিক্ষিত অথচ দুশ্চরিত্র লোক সমাজের জন্য ভয়ংকর। তাঁরা যে কোনো কাজই করতে পারে। তাই শিক্ষিত দুর্জন তথা দুষ্ট লোক থেকে দূরে থাকাই সবার জন্য মঙ্গলজনক।

6
$ 0.00
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

এমন ব্যক্তি সবসময় সুযোগ খোজে ক্ষতি করার জন্য।তাই এমন ব্যক্তির সংগ পরিত্যাগ করাই শ্রেয়।

$ 0.00
4 years ago

হ্যাঁ, দুর্জন ব্যক্তি থেকে সবসময় দুলে থাকাই ভালো। যেকোনো সময় ফাঁদে ফেলতে পারে , নানা ভাবে ক্ষতি করতে পারে। ধন্যবাদ

$ 0.00
4 years ago

হ্যাঁ, দুর্জন ব্যক্তি যেকোনো সময় অন্যের ক্ষতি করতে পারে। শিক্ষিত অথচ দুশ্চরিত্র ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। ধন্যবাদ

$ 0.00
4 years ago

হ্যাঁ, ঠিক তাই। দুর্জন যতোই বিদ্বান হোকনা কেন, সে সর্বদা পরিত্যাজ্য। তিনি যতোই বিদ্বান হোক, মানুষ তাকে তবুও ঘৃণা করে। সে সমাজের বোঝাস্বরুপ।

$ 0.00
4 years ago

হ্যাঁ, দুর্জন ব্যক্তি নৈতিকতা বিবর্জিত । শিক্ষিত কিন্তু দুষ্ট লোক সবসময় সমাজ এবং দেশের ক্ষতি করতে চেষ্টা করে। ধন্যবাদ

$ 0.00
4 years ago

একজন দুর্জন ব্যক্তি জিবনে কখনো উন্নতি করতে পারেনা। খারাপ চিন্তা করতে করতে তার মন মানসিকতা অনেক ছোট হয়ে যায়।

$ 0.00
4 years ago

বর্তমান সমাজে দুর্জন ব্যক্তি অহরহ পরিমাণে রয়েছে। আর এই ধরনের মানুষ গুলো আমাদের যত কাছের ই হোক না কেন তাদের সঙ্গ পরিহার করে থাকাই উচিত।

$ 0.00
4 years ago

দুষ্ট লোকের স্বভাব সর্বদা খারাপ থাকে। সে সবসময় অন্যদের খারাপ করার জন্য প্রস্তুত থাকে। তাই তাদের থেকে দূরে থাকা শ্রেয়।

$ 0.00
4 years ago