দুর্জন মানে হলো দুষ্ট প্রকৃতির লোক। দুষ্ট লোক বিদ্বান হইলেও অবশ্যই সে পরিত্যাজ্য। দুর্জন ব্যক্তি দেশ ও সমাজের জন্য শত্রু। তাঁরা যতই বিদ্বান হোক না কেনো তাদের সবাই ঘৃণা করে। বিদ্যা এমন একটি জিনিস যা মানুষের এক অমূল্য সম্পদ। সবাই বিদ্বান মানুষকে সম্মান করেন। কিন্তু এই বিদ্ধান ব্যক্তিই যদি হয় দুষ্ট প্রকৃতির তবে তার কাছ থেকে দূরে থাকাই ভালো। শিক্ষিত অথচ দুশ্চরিত্র লোক সমাজে সবচেয়ে ভয়াবহ। শিক্ষিত কিন্তু দুশ্চরিত্র লোক যেকোনো সময় যেকোনো অপরাধ মূলক কাজ করতে পারে। বিদ্যা যার চরিত্রকে সংশোধন করতে পারে নি। তাকে দিয়ে কখনো সমাজের বা মানুষের কল্যাণ আশা করা যায় না। দুষ্ট তথা দুর্জন ব্যক্তিকে সাপের সাথে তুলনা করা যায়। আর তার অর্জিত বিদ্যা সাপের মাথার মণির সাথে তুলনা করা হয়। সাপ যেমন যেকোনো সময় মানুষকে ছোবল দিতে পারে ঠিক তেমনি দুর্জন ব্যক্তি যেকোনো সময় মানুষের ক্ষতি করতে পারে। কেউ এই দুষ্ট ব্যক্তিকে অন্তর থেকে ভালোবাসে না। দুশ্চরিত্র ব্যক্তিকে প্রকাশে কিছু না বললেও অন্তরে ঘৃণা করে । কিন্তু এতে তার উপর কোনো প্রভাব ফেলে না। একের পর এক ক্ষতি করতে থাকে। সবাইকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। শিক্ষিত অথচ দুশ্চরিত্র লোক সমাজের জন্য ভয়ংকর। তাঁরা যে কোনো কাজই করতে পারে। তাই শিক্ষিত দুর্জন তথা দুষ্ট লোক থেকে দূরে থাকাই সবার জন্য মঙ্গলজনক।
এমন ব্যক্তি সবসময় সুযোগ খোজে ক্ষতি করার জন্য।তাই এমন ব্যক্তির সংগ পরিত্যাগ করাই শ্রেয়।