দুঃখের মতো এত বড় পরশপাথর আর নেই

7 55
Avatar for Adnan334
3 years ago

পরশপাথরের ছোঁয়া পেলে লোহাও সোনা হয়ে যায়। ঠিক তেমনি মানুষের জীবনের কোনো কোনো দুঃখের ঘটনা ক্ষুদ্র মানুষ কে মহৎ মানুষ বানিয়ে দেয়। আগুনের মধ্যে সোনা পোড়ালে যেরূপ খাঁটি সোনার পরিচয় স্পষ্ট হয় ঠিক তেমনি দুঃখের দহন মানুষকে খাঁটি মানুষ বানিয়ে দেয়। আঘাত এবং বেদনায় মানুষের সত্যনিষ্ঠা , মনুষ্যত্ববোধ এবং বিবেকবোধ জাগিয়ে দেয়। দুঃখে নিপতিত না হলে মানুষ জীবনের আসল স্বরূপ উপলব্ধি করতে পারে না। আর এই কারণেই দুঃখকে পরশপাথরের সাথে তুলনা করা হয়েছে। পরশপাথরের ছোঁয়ায় যেমন লোহা সোনা হয় তেমনি দুঃখের ছোঁয়ায় মানুষ মহৎ মানুষে পরিনত হয়। কষ্টের চোখের জলে যখন সমস্ত গ্লানি ভেসে যায় ঠিক তখনি তার মধ্যে তার হৃদয়ে পবিত্রবোধ জন্ম নেয়। আর সেই পবিত্রবোধ তাকে অন্য এক মহৎ মানুষে পরিণত করে। তাই দুঃখ আসলে তাকে বরণ করে নিতে হবে। ধৈর্য রাখতে হবে যা হবার ছিল তাই হয়েছে । আগামীকাল নতুন সূর্যের ন্যায় জীবনটাও বদলে যেতে পারে । দুঃখ সবসময় থাকবে না হয়ত একদিন বড় তা কেটে গিয়ে নতুন আলোর দিশারী হবে। কেউ আঘাত দিলে ভেঙে পড়া যাবেনা তার থেকে বড় হয়ে দেখাতে হবে। তখন যেনো সেই আফসোস করে। দুঃখ মানুষকে চরম সত্যি উপলব্ধি করাই তাই দুঃখের ছোঁয়ায় মানুষ নিজেকে অজান্তেই তৈরি করে নতুন একটি মানুষ। যেই মানুষ নিতান্তই নিজেকে তুচ্ছ ভাবত সেই হয়ে যায় অনুকরণীয় ব্যক্তি। দুঃখের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সাধারণ মানুষ উত্তম মানুষে পরিণত হয়।

5
$ 0.00
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

অনেক সুন্দর লিখেছেন আশা করি আপনি আরে ভালো লিখবেন

$ 0.00
3 years ago

সুখ আর দুঃখ একই কয়েনের এপিঠ ওপিঠ। এরা একে অন্যের পরিপূরক৷ সুখ দুঃখ মিলিয়েই মানুষের জিবন। জিবনে সুখ যেমন আছে, তেমনি দুঃখ ও আছে।

$ 0.00
3 years ago

সুখ দুঃখ মানবজীবনের এক অনিবার্য ফসল। তবে বাস্তব জীবনে এমন অনেক বিষাদময় ঘটনা ঘটতে দেখা যায়, যা সাধারণ মানুষকে মহৎ হৃদয়ের মানুষে পরিণত করে।

$ 0.00
3 years ago

হুম, সুখ দুঃখ মিলিয়েই মানুষের জিবন। আর এটা হচ্ছে চিরন্তন সত্য, এটাই বাস্তবতা। তাই জিবনের প্রতিটি মুহুর্তে আমাদের ধৈর্য্য ধারণ করা উচিত।

$ 0.00
3 years ago

দুঃখ আছে বলেই সুখের অনুভব করতে পারি আর সুখ আছে বলে দুঃখের অনুভব।এদের মধ্যে চিরকাল একটি থাকলে জীবনটা এক ঘেয়ামী হয়ে যেত।আর দুঃখের সাথে লড়াই করেই মানুষ সামনে এগুবার স্বপ্ন দেখে।

$ 0.00
3 years ago

হুম সুখের পরে দুঃখ এবং দুঃখের পরেই সুখ আসে । তাই সামান্য দুঃখ কষ্টে ভেঙে পড়া যাবে না এবং সুখ পেয়ে আত্মহারা হওয়া যাবে না। দুঃখে ধৈর্য রাখতে হবে এবং সুখে শুকরিয়া আদায় করতে হবে।

$ 0.00
3 years ago

হুম,ঠিক বলেছেন

$ 0.00
3 years ago