একদা এক গ্রামে এক পাতিশিয়াল বাস করত। বেশ কিছুদিন খাবার না পেয়ে শেয়ালের পেটটা একবারে চুপসে গেল। একদিন সে একপ্রকার বাধ্য হয়েই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল একটা গাছের খোড়লে বেশ কিছু রুটি আর মাংস রাখা আছে। রাখাল বালকদের কেউ হয়তো পরে খাবে বলে সেখানে রেখে দিয়েছে। পাতিশিয়ালটা ওই খাবার দেখেই খোড়লের ভেতর ঢুকে পড়ল। আর গপগপ করে খাবার গুলো সব চেটেপুটে খেয়ে নিলো। এরফলে তার চোপসানো পেটটা হয়ে উঠল দারুন মোটা। এবার সে আর খোড়ল থেকে বেরোতে পারল না। অনেক চেষ্টা করেও বেরোতে না পেরে সে কেঁউ কেঁউ করে কাঁদতে লাগল। পথ দিয়ে তখন আরেকটা শিয়াল যাচ্ছিল। যেতে যেতে খোড়লে আটকে পড়া শিয়ালকে কেঁউ কেঁউ করে কাঁদতে দেখে বলল- কী হলো ভাই , তোমার? তুমি কেঁউ কেঁউ করছ কেন?
খোড়লে আটকে পড়া পাতিশিয়ালটা তখন তার মুশকিলের কথা তাকে খুলে বলল। তখন পথচারী ঐ শিয়ালটা বলল, ওঃ তাই বুঝি! তা একটু সবুর কর পেট তোমার আগের মত শুকনো হয়ে যাবে। তখন অনায়াসে তুমি ঐ খোড়ল থেকে বেরিয়ে আসতে পারবে।
ধৈর্যের ফলাফল সর্বদাই ভালো হয়।ধৈর্য ধারণ করলে যেকোনো কাজে সফলা পাওয়ার সুযোগ থাকে এবং আল্লাহও ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন