বিদেশী ঐ ছোঁচা
দিসনে তুই খোঁচা
খোঁচা দিলেন মারবো খোঁচা
নাকটা 👃 ভেঙে বানিয়ে দেবো বোঁচা।
লাঠালাঠি করবি যতো
ছিঁড়বে ততই চোচা
ঠ্যাং দুটো তোর ভেঙে যাবে
যতই দিবি খোঁচা।
কোচড় মোচড় যতই করিস
রাষ্ট্রভাষা বাংলা চাই
ভাঙা ঠ্যাং এ মোচড় দিলে
ভেঙ্গে যাবে পুরোটাই।
বড় দেশের বাহাদুরী
হয়ে যাবে গুঁড়া
এদেশ হতে বিদায় নিবি
লাগবে না আর জোড়া।
চড় মারলে মারবো চড়
ভায়ের বুকে করবে গুলি কর
আমার মানুষ মরলে তবে
কেমনে যাবি ভেগে
সুযোগ পেলে ছাড়বে না কেউ
সবাই আছে রেগে।
ভালোয় ভালোয় ছাড়লি না যে
করলি কত খুন
কপাল ভেঙে গেলো তোদের
মাখলি মুখে চুন।
আপনার কবিতা লেখা যেমন সুন্দর হয় তেমনই একটা হাসির বা মজার ব্যাপারও থাকে।