বিকাশ প্রতারণা ও খুন(সিআইডি গল্প) [পর্ব-২]

11 38
Avatar for Adnan334
4 years ago

সকালে চাকর চা দিতে গিয়ে দেখল অনিক বাবুর লাশ সোফায় পড়ে আছে। সে চিৎকার করল চিৎকার শুনে সবাই দৌড়ে এসে দেখল অনিক বাবুর লাশ। একজন সিআইডি কে ফোন করল।

সিআইডি ভিউরোতে দেরী করে ফ্রেডরিক গিয়ে দেখল এসিপি স্যার আসে নাই। অভিজিৎ কে জিজ্ঞেস করল-

ফ্রেডি: অভিজিৎ স্যার,এসিপি স্যার কে তো দেখতেছিনা আজ!

অভিজিৎ: কেনো তুমি জানো না! এসিপি স্যার জরুরি কাজে রাজধানীতে গেছে। কেনো কিছু হয়েছে কী?

ফ্রেডি: না স্যার,কি আবার হবে। এমনি জিজ্ঞেস করলাম।

অভিজিৎ: এমনি জিজ্ঞেস করলে!

ফ্রেডি: না মানে আজকে আমাকে বিকাশ প্রতারক ফোন করেছিল।

অভিজিৎ: ওহ, তা কি বলল তোমাকে।

ফ্রেডি: বলল, আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট চালু করতে ভেরিফিকেশন কোড এবং পিন নম্বর দিতে।

অভিজিৎ: আর তুমি দিয়ে দিলে?

ফ্রেডি: না স্যার, আমাকে কি আপনার বোকা মনে হয় নাকি। আমি আরও তাকে ধমক দিয়ে দিছি।

অভিজিৎ: ভালো করেছ....

এর মধ্যে একটি কল আসল । কলটা অভিজিৎ রিসিভ করল।

অভিজিৎ: হ্যালো, সিআইডি ভিউরো থেকে সিনিয়র অফিসার অভিজিৎ বলছি।

....

অভিজিৎ: কি? খুন হয়েছে!

...

অভিজিৎ: কোথায়?

...

অভিজিৎ: আচ্ছা , আমরা এখনি আসছি।

সিআইডি টিম তৎক্ষণাৎ চলে গেল অনিক বাবুর বাসায়। গিয়ে দেখল অনিক বাবুর লাশ সোফায় পড়ে আছে।

অভিজিৎ: আপনারা কেউ তো লাশের বডিতে হাত দেন নাই?

অনিকের ভাই: না স্যার, আমরা লাশ দেখেই আপনাদের ফোন করেছি।

দয়া: আচ্ছা আপনারা সরে দাঁড়ান, আমাদের তদন্ত করতে দেন।

দয়া লাশটিকে ভালো করে চেক করে দেখল।দয়া বলল-

দয়া:অভিজিৎ,আমার মনে হয় লোকটাকে বিষ দিয়ে খুন করা হয়েছে।

অভিজিৎ: আমারো তাই মনে হয়, দেখছো না মুখটা কেমন‌ নীল হয়ে গেছে।

অভিজিৎ:বিবেক,ফ্রেডি ভালো করে দেখতো লাশের আশে পাশে কোনো চিহ্ন পাও কিনা?

বিবেক: ওকে স্যার।

অভিজিৎ: আচ্ছা, আপনারা বলুন তো এখানে ঠিক কি ঘটেছিল?

অনিকের ভাই: স্যার, আমার ভাতিজির আগামীকাল বিয়ে । তো গতকাল বিকেলে অনিক তার এক বন্ধুর কাছ থেকে বিকাশে দুই লক্ষ টাকা আনে। সন্ধ্যা বেলা একটি লোক ফোন করে বলছিলেন অনিকের বিকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট খুলতে ভেরিফিকেশন কোড এবং পিন নম্বর লাগবে।

দয়া: আর অনিক বাবু ভেরিফিকেশন কোড এবং পিন দিয়ে দেয়, তাইতো?

অনিকের ভাই: হ্যাঁ, আর তার পরেই অ্যাকাউন্ট চেক করে দেখে ব্যালেন্স ফাঁকা। আর তখন থেকেই ওর মন খারাপ। রাত্রে কিছু খেলো না । অনেক দুচিন্তা করছিল। রাত প্রায় ১২টার দিকে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। আর সকালে ঘুম ভাঙ্গার পর দেখি মনুকাকা চিৎকার করছে এসে দেখি(কেঁদে কেঁদে) অনিকের লাশ সোফায় পড়ে আছে।

অভিজিৎ: কিছু যদি না খায় তবে বিষটা পেটের ভিতরে গেলো কি করে? ফ্রেডি, লাশটা ডাক্তার সালুকের কাছে নিয়ে যাও।(ফ্রেডি লাশটা ডাক্তার সালুকের কাছে নিয়ে গেলো)

আর বিবেক তুমি অনিক বাবুর ফোনটা চেক করে দেখো কোন নাম্বার থেকে কল এসেছিল এবং কোন নাম্বারে বিকাশ থেকে টাকা তুলে নেওয়া হয়েছে।

বিবেক:ওকে স্যার, (ফোন চেক করে) স্যার, এইযে এই নাম্বার থেকে কল এসেছিল কাল সন্ধ্যানাগাত আর এই নাম্বারে টাকা তুলে নেওয়া হয়েছে (ফোন দেখিয়ে বলল)।

অভিজিৎ: কল সেন্টার থেকে খোঁজ নাও নাম্বার দুটি কার নামে রেজিষ্ট্রেশন করা আছে এবং কোন লোকেশনে আছে।

বিবেক: ওকে, স্যার।(কল সেন্টারে কল করে জেনে নিল) ।

বিবেক:স্যার, নাম্বার দুটি মনিষ নামে একজনের নাম রেজিস্ট্রেশন করা আছে। আর লোকেশন পাবনাতে দেখাচ্ছে ।

অভিজিৎ: বিবেক, তুমি আর ফ্রেডি এখনি পাবনাতে ঐ লোকেশনে গিয়ে এই মনিষকে ধরে নিয়ে আসো।(তখনি বিবেক আর ফ্রেডি বেরিয়ে পড়ল পাবনার উদ্দেশ্য)

গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন । আর পরবর্তী পর্ব পেতে অবশ্যই কমেন্ট করবেন।

4
$ 0.00
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
4 years ago

Comments

পরবর্তী গল্পটি পড়তে চাই। আপডেট দিবেন

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

$ 0.00
4 years ago

আপনার এই গল্পটি খুবই রোমাঞ্চকর এবং খুবই ভয়াবহ। আপনার গল্পগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। এটা আসলে একটি বাস্তব ঘটনা এটা প্রতিনিধি হয়ে আসছে। আপনার গল্পটি একটি প্রতারণা থেকে সৃষ্টি হয়েছে তাই এই প্রতারণার শিকার যাতে সবাই না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এই গল্পটি শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে আমাকে সবসময় সাপোর্ট করার জন্য এবং সুন্দর একটা কমেন্ট করার জন্য।

$ 0.00
4 years ago

অসাধারণ হয়েছে ভাইয়া। আমাদের দেশে বিকাশ অর্থ লেনদেনের অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। প্রতিদিন অগণিত টাকা বিকাশ এর মাধ্যমে লেনদেন করা হয়। আপনার এ গল্পটি অনেক উপকারে আসবে আমাদের।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু। আপু এটা একটি খুনের সিআইডি গল্প।

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

$ 0.00
4 years ago

এই সব কিছু এতো ভালোভাবে উপস্থান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিকাশ বর্তমানে আমাদের দেশে অনেক বেশি ব্যবহার করা হয়। অনেক ভালো হয়েছে আর্টিকেলটি।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আমার লেখা বিকাশ প্রতারণা ও খুনের সিআইডি গল্প পড়ার জন্য এবং মতামত প্রকাশের জন্য।

$ 0.00
4 years ago

amadar sokolar socaton thaka uchit bipod amadar ase pasai gura berai ta thaka amadar chocetona bachate pare

$ 0.00
4 years ago

Donnobad Amar lekha ay cid golpota monojog sohokare porar jonno & comment korar jonno.

$ 0.00
4 years ago