শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মনুষ্যত্বের বিকাশ। টাকা আয় করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য না। কিন্তু বর্তমানে মনে করা হয় ভালো কোনো ফলাফল করলে ভালো একটা চাকরি করবে আর অনেক টাকা উপার্জন করবে। যার জন্য শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে বর্তমানে সার্টিফিকেটধারী অনেক লোক দেখা যায় কিন্তু প্রকৃত শিক্ষিত কাউকে খুঁজে পাওয়া যায় না। এইসব সার্টিফিকেটধারী শিক্ষিতরা নিজের শিক্ষা নিয়ে অহংকার করে । কোনো পদে থাকলে দূর্নীতি করে চলে। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই অর্থ উপার্জন করার নেশা মানুষকে প্রকৃত শিক্ষিত হওয়া থেকে অনেক দূরে রেখেছে। শিক্ষার উদ্দেশ্য টাকা উপার্জন নয় মানুষের বোধবুদ্ধি,বিবেক জাগ্রত করা, ভেতরের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজের কল্যাণ সাধন করা। মানুষ জন্মসূত্রে মানুষ হয় না। তাকে মনুষ্যত্ব অর্জন করার চেষ্টা করতে হয়। আর মনুষ্যত্ব অর্জনের জন্য প্রয়োজন শিক্ষা। শিক্ষা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে সাহায্য করে। একজন প্রকৃত শিক্ষিত মানুষ অন্যের থেকে আলাদা হয়ে ওঠে তার মার্জিত আচরন, উন্নত চিন্তা,কর্তব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ইত্যাদি চারিত্রিক গুণাবলীর মাধ্যমে। শিক্ষার আসল উদ্দেশ্য মানুষের মধ্যকার সুপ্ত শক্তিকে বিকশিত করে সমাজ সভ্যতায় কাজ করা । কিন্তু বর্তমানে শিক্ষা শুধু টাকা উপার্জন করার উদ্দেশ্যে গ্রহণ করা হচ্ছে। আমাদের এই ভ্রান্ত ধারণা থেকে সরে গিয়ে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অর্জন করতে হবে।
Good morning