আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য

9 110
Avatar for Adnan334
4 years ago

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মনুষ্যত্বের বিকাশ। টাকা আয় করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য না। কিন্তু বর্তমানে মনে করা হয় ভালো কোনো ফলাফল করলে ভালো একটা চাকরি করবে আর অনেক টাকা উপার্জন করবে। যার জন্য শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে বর্তমানে সার্টিফিকেটধারী অনেক লোক দেখা যায় কিন্তু প্রকৃত শিক্ষিত কাউকে খুঁজে পাওয়া যায় না। এইসব সার্টিফিকেটধারী শিক্ষিতরা নিজের শিক্ষা নিয়ে অহংকার করে । কোনো পদে থাকলে দূর্নীতি করে চলে। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই অর্থ উপার্জন করার নেশা মানুষকে প্রকৃত শিক্ষিত হওয়া থেকে অনেক দূরে রেখেছে। শিক্ষার উদ্দেশ্য টাকা উপার্জন নয় মানুষের বোধবুদ্ধি,বিবেক জাগ্রত করা, ভেতরের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজের কল্যাণ সাধন করা। মানুষ জন্মসূত্রে মানুষ হয় না। তাকে মনুষ্যত্ব অর্জন করার চেষ্টা করতে হয়। আর মনুষ্যত্ব অর্জনের জন্য প্রয়োজন শিক্ষা। শিক্ষা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে সাহায্য করে। একজন প্রকৃত শিক্ষিত মানুষ অন্যের থেকে আলাদা হয়ে ওঠে তার মার্জিত আচরন, উন্নত চিন্তা,কর্তব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ইত্যাদি চারিত্রিক গুণাবলীর মাধ্যমে। শিক্ষার আসল উদ্দেশ্য মানুষের মধ্যকার সুপ্ত শক্তিকে বিকশিত করে সমাজ সভ্যতায় কাজ করা । কিন্তু বর্তমানে শিক্ষা শুধু টাকা উপার্জন করার উদ্দেশ্যে গ্রহণ করা হচ্ছে। আমাদের এই ভ্রান্ত ধারণা থেকে সরে গিয়ে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অর্জন করতে হবে।

8
$ 0.19
$ 0.19 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

Good morning

$ 0.00
4 years ago

হুম, আমি আপনার সাথে সহমত প্রকাশ করতেছি । প্রকৃতপক্ষে আত্মশক্তি অর্জনই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। আমিও এমনটাই মনে করি।

$ 0.00
4 years ago

হ্যাঁ, শিক্ষা মানে নিজের ভেতরের সুপ্ত শক্তিকে জাগ্রত করা। সভ্যতার বিকাশে সহায়তা করা এবং মনুষ্যত্ব অর্জন করা।

$ 0.00
4 years ago

হুম৷ শিক্ষা অর্জন করার মানে শুধুমাত্র মুখস্থ বিদ্যা নয়, এর প্রকৃত অর্থ হচ্ছে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা।

$ 0.00
4 years ago

পড়ে ভালো লাগলো। শিক্ষা অর্জন করে অনেকের শিক্ষিত হতে পারে না। শিক্ষার সাথে সাথে ভালো মানসিকতা থাকতে হবে।

$ 0.00
4 years ago

হ্যাঁ! শিক্ষার মাধ্যমে মনের অহংকার, হিংসা বিদ্বেষ ভুলে অপরের কল্যাণে কাজ করলে প্রকৃত শিক্ষা অর্জন করা যায়।

$ 0.00
4 years ago

হুম,প্রকৃত জ্ঞান কখনো কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ থাকে না।শুধু পাশের জন্য মুখস্ত না করে বরং নিজে তথা দেশের জন্য মানবসম্পদে পরিনত হওয়ার চেষ্টায় জ্ঞান অর্জন শ্রেষ্ঠ।

$ 0.00
4 years ago

মুখস্থ বিদ্যা হয়ত আমাদের একটা ভালো ফলাফলের সার্টিফিকেট দিতে পারবে। কিন্তু এটা প্রকৃত শিক্ষিত করতে পারে না। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে হবে।

$ 0.00
4 years ago

আর এ প্রতিভা বিকাশের অন্যতম একটি প্লাটফর্ম হলো রিড ক্যাশ!

$ 0.00
4 years ago