আস্ত ইলিশের কাবাব তৈরির রেসিপি

10 19
Avatar for Adnan334
4 years ago

উপকরণ:

১) ইলিশ মাছ।

২) লবণ-স্বাদমত।

৩) হলুদের গুঁড়া- পরিমাণমতো।

৪) শুকনো মরিচ- কয়েকটি।

৫) আলু-১টি।

৬) তেল- পরিমাণমতো।

৭) কাঁচা মরিচ-২/৩টি।

৮) পিঁয়াজ কুচি-১/২টি(মাঝারি আকারের)।

৯) লেবুর রস-সামান্য।

১০) ব্রেড ক্রাম্ব-সাজানোর জন্য।

পদ্ধতি:

প্রথমে ইলিশ মাছকে টুকরো করে পেটির অংশ গুলো সরিয়ে ফেলতে হবে (ইলিশের পিঠের অংশ , লেজ ও মাথা দিয়ে তৈরি করতে হয় ইলিশের কাবাব)।এবার ইলিশের মাথার ভিতরের ফুলকাগুলো ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ইলিশ মেখে নিতে হবে। এবার ইলিশের পিঠের অংশ আলাদা করে সিদ্ধ করতে হবে । এরপর লবণ, হলুদ ও পানি দিয়ে সিদ্ধ করতে হবে ইলিশের টুকরো। এবার লেজ আর মাথা আলাদা করে এবং সাথে মরিচ মচমচ করে ভেজে নিতে হবে। এরপর সিদ্ধ করা ইলিশের টুকরো থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে। এরপর একটি পাত্রে শুকনো মরিচ ভাজা ডলে গুঁড়া করে নিতে হবে। এবার ইলিশের তেল এবং লবণ দিতে হবে। এরপর সবকিছু মেখে বেছে নেওয়া ইলিশ মাছ দিতে হবে। এবার সিদ্ধ করা আলুটি মিশ্রণে দিতে হবে। এরপর চুলায় একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে পিঁয়াজ ও কাঁচা মরিচ কুচি ভেজে নিতে হবে। এরপর পিঁয়াজ সোনালী রঙের হলে ইলিশের মিশ্রণ দিয়ে কয়েক মিনিট নেড়ে দিতে হবে। এবার ইলিশ ঝুরা ঝুরা হয়ে গেলে লেবুর রস দিয়ে নেড়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার প্লেটে লেজ এবং মাথা আগে বসিয়ে দিয়ে মাঝখানে ইলিশের মিশ্রণ দিতে হবে। মাছের মতো করে সাজিয়ে উপরে চামচ দিয়ে সমান করতে হবে। তৈরি হয়ে গেল আস্ত ইলিশের কাবাব। এবার পছন্দ মতো পরিবেশণ করুন।

8
$ 0.47
$ 0.47 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

নানারকম কাবাব খেয়েছি তবে আস্ত ইলিশ এর কাবাব কখনো খাইনি। খুব মজার হবে খেতে রেসিপি দেখে সেটা বোঝাই যাচ্ছে।

$ 0.00
4 years ago

ইলিশ মাছ খুব সুস্বাদু হয় । তাই ইলিশ মাছের কাবাব আমি মনে হয় ভালোই লাগবে। আশা করি রেসিপিটা আপনার ভালো লেগেছে।

$ 0.00
4 years ago

হুম, আমার অনেক ভালো লেগেছে ইলিশ মাছের ভিন্নধর্মী এই রেসিপিটি। আমি বাসায় অবশ্যই বানানোর চেষ্টা করবো।

$ 0.00
4 years ago

ইলিশ মাছ আমাএ পছন্দের মাছগুলোর মধ্যে একটি।আর এটাকে সব রকম ভাবেই খেতে ভাললাগে।

$ 0.00
4 years ago

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এটি খুবই মজার একটি মাছ। যা প্রায় সবাই পছন্দ করে। ধন্যবাদ

$ 0.00
4 years ago

ইলিশ মাছ খেতে আমার মটেও ভালো লাগে না। ইলিশ মাছ খেলে মুখের ভেত্র থেকে দুরগন্ধ আসে। তাই আমার ভাল লাগে না।

$ 0.00
4 years ago

এই রিড কেশে কাজ করে আর যাই হোক অনেক ভালো ভালো রেসিপি শিখতে পারতেছি। অনেক নামে আছে রেসিপির জীবনে কখনো শুনিনি।আর খাওয়া তো দূরে থাক।

$ 0.00
4 years ago

হ্যাঁ আমিও নতুন নতুন রেসিপি শিখেছি এবং অনেক রেসিপি লিখতেছি। আপনাদের সাপোর্ট পেলে আরও ভিন্ন ধরনের আর্টিকেল লিখতে উৎসাহ পাই।

$ 0.00
4 years ago

ইলিশ মাছ খুব মজাদার খাবার। ইলিশ দিয়ে অনেক রকমের খাবার হয় তবে এইরকম রেসিপি কখনো খাওয়া হই নাই।

$ 0.00
4 years ago

হ্যাঁ বিভিন্ন ধরনের ইলিশ মাছের রেসিপি হয়। তাঁর মধ্যে আস্ত ইলিশের কাবাব রেসিপিটাও সুস্বাদু একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনার ভালো লেগেছে।

$ 0.00
4 years ago