আনিসুজ্জামান

0 18
Avatar for Adnan334
4 years ago

আনিসুজ্জামান 1937 সালের 18ই ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ডা. এ.টি.এম. মোয়াজ্জম, মাতা সৈয়দা খাতুন। 1951 সালে ঢাকার প্রিয়নাথ হাই স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1953 সালে জগন্নাথ কলেজ থেকে আই.এ এবং 1956 ও 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অধ্যাপক আনিসুজ্জামান গবেষক ও প্রাবন্ধিক। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলোঃ স্বরূপের সন্ধানে, আঠারো শতকের বাংলা চিঠি, পুরোনো বাংলা গদ্য, বাঙালি নারী: সাহিত্য ও সমাজে ইত্যাদি। সাহিত্য ও গবেষণায় কৃতিত্বের জন্য তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ প্রচুর সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

3
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
4 years ago

Comments