উপকরণঃ
১) বড় আলু (সেদ্ধ ) - ৪টি ৷
২) মটর সেদ্ধ-১থেকে ২কাপ৷
৩) ব্রেডক্রাম্ব-৮ টেবিল চামচ৷
৪) কর্ন ফ্লাওয়ার- ১টেবিল চামচ৷
৫) আঁদা কুঁচি-১চা চামচ৷
৬) ধনে পাতা কুঁচি-২টেবিল চামচ৷
৭) কাঁচা মরিচ কুঁচি- ২টি৷
৮) লাল মরিচের গুঁড়া- ১থেকে ২ চা চামচ৷
৯) গরম মসলার গুঁড়ো- ১থেকে ২ চা চামচ৷
১০) লেবুর রস-১চা চামচ৷
১১) চিনি-১থেকে২ চা চামচ৷
১২) লবণ- স্বাদমত৷
১৩)তেল-পরিমাণ মতো ৷
পদ্ধতিঃ
প্রথমে একটি বোলে সিদ্ধ আলু এবং সিদ্ধ মটর ভালোভাবে চটকে তাতে সমস্ত উপকরণ অর্থাৎ ৪ টেবিল চামচ ব্রেডক্রাম্ব,কর্ন ফ্লাওয়ার,আদা কুচি, ধনে পাতা কুচি,কাঁচামরিচ কুঁচি,লাল মরিচের গুড়া , গরম মসলার গুড়া, লেবুর রস, চিনি ও লবণ মিশাতে হবে৷ সব উপকরণ ভালো ভাবে মেখে একটি বড় ডো তৈরি করতে হবে এবং তা থেকে সমান আকারের ১০-১২টি ছোট বল বানিয়ে হাতের তালুর সাহায্যে আস্তে আস্তে চেপে পেটি তৈরি করতে হবে টিকিয়ার জন্য ৷ এবার বাকি ৪ টেবিল চামচ ব্রেডক্রাম্ব একটি থালাতে নিতে হবে৷ তারপর পেটিগুলোকে ভালো করে ব্রেডক্রাম্ব এ উভয় পিঠে/দিকে মাখতে হবে৷ তারপর একটি প্যান চুলায় গরম করে তাতে ২/৩ চা চামচ তেল নিয়ে গরম করে তাতে পেটিগুলো গোল্ডেন ব্রাঊন করে উভয় পিঠ খুব ভালো করে ভাজতে হবে চুলার অল্প আঁচে, খেয়াল রাখতে হবে যেন না পোড়ে ৷ এবার তৈরি হয়ে গেল সুস্বাদু আলুর টিকিয়া৷ এবার আপনার ইচ্ছা মতো খাবারটি পরিবেশন করতে পারবেন৷
Nice