১) শিরক করা ৷
২) নামায ত্যাগ করা ৷
৩) পিতা-মাতার অবাধ্য হওয়া ৷
৪) মানুষ হত্যা করা ৷
৫) পিতা-মাতাকে অভিশাপ দেওয়া ৷
৬) যাদু করা ৷
৭) ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা৷
৮) জিহাদের ময়দান থেকে পলায়ন৷
৯) সতী-সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়া ৷
১০) রোজা না রাখা ৷
১১) যাকাত প্রদান না করা ৷
১২) হজ্জ না করা ৷
১৩) প্রতিবেশীকে কষ্ট দেওয়া ৷
১৪) যাদুর বৈধতায় বিশ্বাস করা৷
১৫) অহংকার করা ৷
১৬) চোগলখুরী করা ৷
১৭) আত্মহত্যা করা ৷
১৮) আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ৷
১৯) অবৈধ ভাবে উপার্জিত সম্পদ ভোগ করা ৷
২০) উপকার করে খোটা দেওয়া ৷
২১) মদ বা নেশা দ্রব্য গ্রহন করা৷
২২) মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা৷
২৩) জুয়া খেলা ৷
২৪) তাকদীর অস্বীকার করা ৷
২৫) অদৃশ্যের খবর জানার দায়ী করা৷
২৬) গণকের কাছে ধনা দেওয়া ৷
২৭) পেশাব থেকে পবিত্র না করা ৷
২৮) রাসূল (সাঃ) এর নামে মিথ্যা হাদিস বলা৷
২৯) মিথ্যা স্বপ্ন বর্ণনা করা ৷
৩০) মিথ্যা কথা বলা ৷
৩১) মিথ্যা কসম খাওয়া ৷
৩২) মিথ্যা কসমের মাধ্যমে পন্য বিক্রয় করা ৷
৩৩) জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া ৷
৩৪) সমকামিতায় লিপ্ত হওয়া ৷
৩৫)মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা৷
৩৬) হিল্লা বা চুক্তিভিত্তিক বিয়ে করা ৷
৩৭) যার জন্য হিল্লা করা হয় ৷
৩৮) মানুষের বংশ মর্যাদায় আঘাত করা ৷
৩৯) মৃত্যের উদ্দেশ্যে উচ্চ স্বরে কান্না করা ৷
৪০) মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া৷
৪১) মুসলিমকে গালি ও লড়াই লিপ্ত হওয়া ৷
৪২) কোন অপরাধীকে আশ্রয় দান করা ৷
৪৩) আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা৷
৪৪) ওজনে কম দেওয়া ৷
৪৫) ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা ৷
৪৬) অন্যায়ের সমর্থন করা৷
৪৭)অপরের জমি দখল করা ( অবৈধ ভাবে)৷
৪৮) খেলার স্থলে কোন প্রাণীকে নিক্ষেপ করা ৷
৪৯) গীবত করা ৷
৫০) দাঁত চিকন করা৷
সংগ্রহিত:বই: আহকামে যিন্দেগী
আল্লাহ তায়ালা উক্ত গোনাহ থেকে আমাদের হেফাজত করুন ৷ আমিন
আপনাদের জানা আছে এরকম ২টি করে কবীর গোনাহ বা বড় গোনাহের নাম কমেন্টে লিখুন৷
সর্বদা ছোট ছোট গুনাহ গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখ, কেননা মানুষ কখনও পাহাড়ের সাথে হোচট খায়না। ছোট পাথরের সাথে খায়। —হযরত আলী (রাঃ)