যানজট

9 34
Avatar for Abir111
4 years ago

বাংলাদেশের অধিকাংশ শহরে যানজট নাগরিক জীবনে নতুন সমস্যা এবং তা প্রতিনিয়ত বেড়েই চলছে। সময় নষ্ট হওয়ার প্রধান কারিগর এই যানজট। যানজট বলতে গেলে নিত্যকার ঘটনা। স্কুল-অফিসে বা কোনো দরকারি কাজে সময়মতো পৌছানো যায় না। দমকল আর এম্বুল্যান্স যানজটে আটকা পড়ে জরুরি সেবা দিতে ব্যার্থ হয়। এর প্রতিকারের ব্যাপারে যদি বলি তাহলে প্রথমেই বলতে হবে ট্রাফিক আইন ব্যাবস্থা কড়াকড়ি করা, বিশেষ বিশেষ সড়কে ব্যাস্ত সময়ে একমুখী যান চলাচলের নিয়ম চালু করা। অবৈধ দখল হতে রাস্তাঘাট মুক্ত করা। এই নিয়মগুলো কার্যকর করলে যানজট সমস্যা অনেকাংশে নিরসন হতে পারে। সুদুরপ্রসারি পরিকল্পনা নিয়ে অগ্রসর না হলে এই যানজট সমস্যা থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব নয়।

12
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder

Comments

যানজট সময় নষ্ট হওয়ার একটি প্রধান কারণ।কেউ স্কুলে সময় মত যেতে পারে না কেউ বা অফিসে সময় মত যেতে পারে না এই যানজটের কারণে।

$ 0.00
4 years ago

যানজটের কারণে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয় যার কারনে কারনে আমরা সময় কোনো কাজে উপস্থিত হতে পারি না। যানজট বাংলাদেশের সবথেকে বড় একটা সমস্যা।

$ 0.00
4 years ago

যানযট আমাদের বাংলাদেশ এ র অনেক বড় সমস্যা। আমাদের দেশের মানুষ সচেতন না হলে কখনোই সম্ভব না এই সমস্যার সমাধান করা।

$ 0.00
4 years ago

যানযট মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা।মানুষের এই সমস্যা থেকে দূর করার জন্য,মানুষকে সচেতন হতে হবে।আইন মেনে চলতে হবে।

$ 0.00
4 years ago

সরকার কর্তৃক জেলা পরিষদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রবেশ করবো এটা আমাদের মাঝে আমি গোপন রাখব বলুন তো বটেই কখন যে আকর্ষণীয় হয়ে ঝাঁপিয়ে পড়ছে আর কি ছু অক্টোবর থেকে দূরে রাখতে পারি ওকে তাহলে একটা কাজ করুন আমার সাথে এটা সেয়ার করুন এটি ব্যবহার করতে পারে তাদের কাজটা

$ 0.00
4 years ago

যানজট আমাদের সবার জীবনের একটা বড় সমস্যা। যার কারণে আমরা সময়মতো কোন জায়গায় পৌঁছাতে পারি না। যদি আমরা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাই তাহলে যানজট অনেকাংশে কমে যাবে।

$ 0.00
4 years ago

যানজট আমাদের দৈনন্দিন যানবাহন জীবনে একটি বড় ধরনের সমস্যা, এটা কিভাবে রোদন করা যায় সেই প্রকল্পে কাজ করতে হবে, খুব ভালো হইছে আপনার পোস্টটা ধন্যবাদ

$ 0.00
4 years ago

যানযট কমান, বলে চিৎকার করে ততোক্ষন পর্যন্ত কোন লাভ হবে না যতোক্ষণ আমরা জনসংখ্যা কে নিয়ন্ত্রন করতে পারবো। হয়তো প্ল্যান মাফিক ট্রাফিক কন্ট্রোল এর মাধ্যমে সামান্য কমানো যেতে পারে কিন্তু এটাকে পুরোপুরি নিয়ন্ত্রনের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধির হার কন্ট্রোল করার এখনই উত্তম সময়।

$ 0.00
4 years ago

যানজট জীবনকে দুর্বিষহ করে তুলেছে। যানজটের কারণে আমাদের প্রতিনিয়ত অনেক সময় ব্যয় করতে হয়। কিন্তু যানজট না থাকলে দেখা যেত ওই সময়টা আমরা অনেক ভালো কাজে লাগাতে পারতাম।

$ 0.00
4 years ago