ছাত্রজীবন

0 17
Avatar for Abir111
4 years ago

ছাত্রজীবন আমাদের জীবনের সর্বোত্তম অংশ। এ সময় ছেলেমেয়েরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যার্জন করে সময় কাটায়। সব ধরনের উদ্বেগ থেকে এ জীবন মুক্ত। জ্ঞান অর্জন, চরিত্র গঠন, ভবিষ্যতের প্রস্তুতিই এ জীবনের মূল লক্ষ্য। এ জীবনের প্রস্তুতির উপর ছাত্রের ভবিষ্যৎ নির্ভর করে। সময়ের সদ্ব্যবহার করলে ভবিষ্যৎ সুখের হবে। আর যদি আলসেমি আর কর্তব্যের অবহেলা করে তো ভবিষ্যতে কষ্টভোগ করতে হবে। সত্যিই ছাত্রজীবন সারাজীবনের প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়। জ্ঞান অর্জন করাই ছাত্রজীবনের প্রধান উদ্দেশ্য। সেজন্য তাকে কঠোর পরিশ্রম করে পড়াশুনা করতে হবে। সংবাদপত্র ও অন্যান্য পত্রিকাও তাকে পড়তে হবে বাহ্যিক কিছু জানার জন্য। তার সাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। তাই তাকে সাস্থ্যরক্ষার নিয়মাবলি অনুসরণ করতে হবে। খারাপ রাস্তা পরিহার করতে হবে। পিতামাতা, গুরুজন এবং শিক্ষকদের কথা মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। তাকে ভদ্র ও অমায়িক হতে হবে। আজকের ছাত্র আগামী দিনের নাগরিক। সুতরাং তাকে যথাযথ ছাত্রজীবনের দায়িত্ব পালন করতে হবে।

1
$ 0.00

Comments