বাংলাদেশের অধিকাংশ শহরে যানজট নাগরিক জীবনে নতুন সমস্যা এবং তা প্রতিনিয়ত বেড়েই চলছে। সময় নষ্ট হওয়ার প্রধান কারিগর এই যানজট। যানজট বলতে গেলে নিত্যকার ঘটনা। স্কুল-অফিসে বা কোনো দরকারি কাজে সময়মতো পৌছানো যায় না। দমকল আর এম্বুল্যান্স যানজটে আটকা পড়ে জরুরি সেবা দিতে ব্যার্থ হয়। এর প্রতিকারের ব্যাপারে যদি বলি তাহলে প্রথমেই বলতে হবে ট্রাফিক আইন ব্যাবস্থা কড়াকড়ি করা, বিশেষ বিশেষ সড়কে ব্যাস্ত সময়ে একমুখী যান চলাচলের নিয়ম চালু করা। অবৈধ দখল হতে রাস্তাঘাট মুক্ত করা। এই নিয়মগুলো কার্যকর করলে যানজট সমস্যা অনেকাংশে নিরসন হতে পারে। সুদুরপ্রসারি পরিকল্পনা নিয়ে অগ্রসর না হলে এই যানজট সমস্যা থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব নয়।
যানজট সময় নষ্ট হওয়ার একটি প্রধান কারণ।কেউ স্কুলে সময় মত যেতে পারে না কেউ বা অফিসে সময় মত যেতে পারে না এই যানজটের কারণে।