বাংলাদেশে অনেকগুলো প্রাকৃতিক সম্পদ রয়েছে এর মধ্য পাহাড়পুর অন্যতম। এটি শুধু বাংলাদেশেই নয় পুরো বিশ্বে এর সুনাম ছড়িয়ে আছে। পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধবিহার। এই বিহারটি রাজশাহী বিভাগের নওগা জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বিহার এলাকাটি প্রায় ৪০ একর জমির উপর লালচে মাটির ভূমিতে অবস্থিত। ধুলাবালি ও মাটি এই বিহারের চারদিকে জমে একসময় স্তূপ তৈরি হয় এবং পাহাড়ের মতো হয়ে যায় সেই থেকে এর নাম পাহাড়পুর। এই বিহারের ভিতরটায় বিশাল উঠানের মাঝে বড় এক সুন্দর মন্দির রয়েছে। বিহারের পাশে আছে দেখার মতো একটি জাদুঘর। এই জাদুঘরে আছে বিহার খনন করে পাওয়া অনেক পুরাতন জিনিসপত্র। পাহাড়পুরের এই বিহারটি আমাদের অহংকার। এই প্রাচীন স্থাপনা সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার।
একদমই রাইট বাংলাদেশের অনেক প্রাকৃতিক সম্পদের মধ্যে পাহাড়পুর অন্যতম পাহাড়পুর রয়েছে মনমুগ্ধকর দৃশ্য পাহাড় আর পাহাড়। আপনার দেয়া তথ্যগুলো অনেক হেল্প ফুল।