সুন্দরবন হচ্ছে পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন। নানা ধরনের গাছপালা আর অপরুপ বিচিত্র প্রাণী ঘেরা এই সুন্দরবন। এ বনে প্রচুর সুন্দরী বৃক্ষ জন্মায় বলে এর নাম সুন্দরবন। এর আয়তন প্রায় ছয় হাজার বর্গকিলোমিটার। এ বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেচে আছে। মাটি বৈচিত্র্যময় হওয়ার কারণে এ বনে নানারকম গাছপালা জন্মে। এখানলার অধিকাংশ গাছপালা ম্যানগ্রোভ ধরনের। সুন্দরবনে রয়েছে নানা বিচিত্র প্রাণী। সুন্দরবনের আশেপাশের এলাকার মানুষের জীবিকা এই বনের উপরই নির্ভরশীল। গ্রামের অনেক মানুষ এ বন থেকে কাঠ এবং মধু সংগ্রহ করে। সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের একটি বড় উদাহরণ। এটি শুধু বনই নয় বরং এটি প্রাণীজ এবং বনজ সম্পদের অফুরন্ত ভান্ডার। তাই আমাদের সরকার এবং দেশের নাগরিক হিসেবে উচিত সুন্দরবনকে সংরক্ষণ করা
সুন্দর বন আমাদের অনেক বড় জাতীয় সম্পদ। সুন্দর বন কে রক্ষা করা আমাদের সবার উচিত।