তন্দুরি চিকেন

4 20
Avatar for Abir
Written by
3 years ago

তন্দুরি চিকেনঃ

উপকরণঃ

১. মাঝারি মুরগী ১ টি চারভাগ করে কাটতে হবে।

২. সয়াসস ২ টেবিল চামচ।

৩. লেবুর রস ১ টেবিল চামচ।

৪. রসুন বাটা ১ টেবিল চামচ।

৫. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ।

৬. টমেটোর সস ২ টেবিল চামচ।

৭.টেস্টিং সল্ট ১ চা চামচ।

৮. লবন পরিমাণ মত।

৯. গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ।

প্রস্তুত প্রণালীঃ

সবার প্রথমে মুরগীটিকে চার টুকরো করে ধুয়ে কাটা চামচ দিয়ে কেঁচে নিই। দই ও বাটা মশলা এবং সরিষার তেল দিয়ে ভাল করে মেখে ২/৪ ঘন্টা মেখে রাখি। এরপর কনভেনশন ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি হিট করার পরে কনভেনশনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস এ ২০ - ২৫ মিনিট রান্না করি। মাঝে একবার ঘি এবং মশলার রস দিয়ে ব্রাশ করে দিতে হবে। এরপর মাইক্রো প্রুফ পাত্রে মুরগীর টুকরাগুলো দিয়ে মাইক্রো ১০০% এ ৮- ১০ মিনিট রান্না করি। এবার রান্না হয়ে গেলে গ্রিল প্রোগ্রাম এ ১০ মিনিট গ্রিল করি। গ্রিল করার আগে মুরগীর টুকরাগুলোর উপরে অল্প তেল ব্রাশ করে নিই। এরপর মাঝে মাঝে একবার করে উল্টিয়ে দিতে হবে। এরপর হয়ে গেলে নামিয়ে নিই।

এরপর গরম গরম পরিবশন করুন চিকেন তন্দুরি।

ধন্যবাদ আপনাদের সবাইকে।।।।

7
$ 0.00

Comments

তন্দুরি চিকেন খুবই সুস্বাদু একটা খাবার। আমাদের দেশের রেস্টুরেন্টে তন্দুরি চিকেন বেশ জনপ্রিয় খাবার৷ আর যদি বাসায় বানানো যায় তাহলেতো কোনো কথাই নেই।

$ 0.00
3 years ago

তন্দুরি চিকেন সবার পছন্দের খাবার। এটা প্রকার সাথে সালাদ দিয়ে খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে এই রেসিপি দেওয়ার জন্য।

$ 0.00
3 years ago

তন্দুরি চিকেন নাম শুনলেই খেতে ইচ্ছে করে।আর আপনার দেয়া রেসিপিটায় এটা আরো বেশি ভালো লাগবে মনে হচ্ছে।

$ 0.00
3 years ago

Nic recipe. এটি খুব মজুমদার একটি রেসিপি।আমার বাসাই আম্মুর খুব পচ্ছন্দের খাবার এটি।

$ 0.00
3 years ago