মানুষ যখন নিজে আত্ন সন্মানবোধ হারাই তখন সে চিন্তা করে সবাই তার মত আত্নসন্মানবোধহীন।আপনি খেয়াল করলে দেখবেন এরা নিজের ছোটলোকি মানসিকতার সাথে অন্যের স্বাভাবিক কাজকর্মকে সমতুল্য মনে করবে, মিলানোর চেষ্টা করবে।শুধু মাত্র মনোভাব বদলাতে না পারার কারনে এরা হতাশার চক্রে ঘুরপাক খায়।আল্লাহ যেনো আমাদের সকলকে আত্নসন্মানবোধ সহকারে ভালো ভাবে চলার সামর্থ্য দেয়।প্রশস্ত মন ও চিন্তা চেতনার অধিকারী হয়ে করে জীবন যাপনের মধ্যে যে প্রশান্তি, সেটা অনেকে চাইলেও অনুধাবন করতে পারে না।

12
$
User's avatar
@Nyma19 posted 4 years ago

Comments

জি আপনি সত্যি বলেছেন এবং অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন।ধন্যবাদ❤

$ 0.00
4 years ago

Self respect is everything for a man.When he or she lost his /her self respect he or she will not be happy.

$ 0.00
4 years ago