যে মানুষটিকে কখনো দেখিনি, যার কন্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে পৌঁছনোর সৌভাগ্য কখনো হয়নি, যে মানুষটা আর আমার মাঝে ১৪০০ বছরের বেশী সময়ের ব্যবধান...সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল?
যারা বোঝে না, একুশ শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে, তাদের কেমন করে বোঝাবো ইয়া রাসুলুল্লাহ! আপনাকে কেন এত ভালোবাসি?
যে মানুষটিকে কখনো দেখিনি, যার কন্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে পৌঁছনোর সৌভাগ্য কখনো হয়নি, যে মানুষটা আর আমার মাঝে ১৪০০ বছরের বেশী সময়ের ব্যবধান...সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল? যারা বোঝে না, একুশ শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে, তাদের কেমন করে বোঝাবো ইয়া রাসুলুল্লাহ! আপনাকে কেন এত ভালোবাসি?