• কারো কাছে তুমি ঠকে গেছো বলে তুমি পরাজিত না, বরং এটা জেনে গেলে যে, সবাই বিস্বাস যোগ্য না, সবাই বিস্বাস এর মূল্য দিতে পারে না।

  • কারো কাছে বুক ভরা ভালবাসার বিনিময়ে অবহেলাই পেয়েছো বলে তুমি পরাজিত না, বরং এটা জেনে গেলে যে, কিছু মানুষের মন কখনই পাওয়া যায় না, কেউ কেউ ভালবাসাকে পুতুল পুতুল খেলনা ও ভাবে।

  • আপন ভাবা প্রিয় জনের কাছে হুুট করেই পর হয়ে গেছো বলে তুমি পরাজিত না, বরং এটা জেনে গেলে যে, কেউ কারো আপন নয়, সবই সময়ের প্রয়োজন।

  • দুই হাত ভরে দিতে দিতে আজ তুমি শূন্য বলে পরাজিত না, বরং এটা জেনে গেলে সব হারানো ঠিক না, কিছুটা নিজের জন্য ও রাখতে হয়। বেশির কদর কেউ দেয় না।

  • তোমার পথে আজ তুমি একা বলে পরাজিত না, বরং এটা জেনে গেলে যে, কেউ কেউ পাশে থাকার কথা বলেও চলে যায় প্রয়োজন ফুরালে।

  • তোমার স্বপ্ন গুলি কারো জন্য ভেঙে গেছে বলে তুমি পরাজিত না, বরং এটা জেনে গেলে যে, কাছের মানুষ ই কালবৈশাখী ঝড় হয়ে সব এলো মেলো করে দেয়।

  • যাকে চেয়েছো তাকে পাওনি বলে তুমি পরাজিত নয়, বরং এটা জেনে রাখ যে, মানুষটি তোমার জন্য পারফেক্ট না।

  • কারো জন্য অশ্রু পড়েছে বলে তুমি পরাজিত না, বরং এটা জেনে গেলে যে, জীবনের বড় ডিসিশনটা ভেবে নিতে হয়, না হলে কপাল ঠুকতে হয়।

  • তুমি বডড সরল আর বোকা বলে ভেব না তুমি পরাজিত, বরং এটা জেনে গেলে তোমার সময় এসেছে নিজেকে বদলাবার।

  • দোষটা তোমার নয়। এই পৃথিবীর বুকে বেইমান মানুষ গুলো ও যে হুুবুহ মানুষের মতই দেখতে। এর মধ্যে কোনটি সঠিক মানুষ তা বুঝা শুধু তোমার কেন, অন্য কারো ও জন্য ও সহজ নয়।

  • তাই তুমি, আমি, আমরা সবাই সঠিক মানুষ চিনতে পারি না। কারন বেইমানদের যে মানুষের মতই দেখতে। তাই মানুষ চেনা আমাদের মত সরলদের জন্য কঠিন হয়ে যায়।

  • মানুষ চিনতে শিখ সবার আগে, তার পর না হয় ভেবো, কে আপন আর কে পর। কে চেনা আর কে অচেনা!

1
$
User's avatar
@Md.Hasan posted 3 years ago

Comments