#শেষ_কাহানি?

0 3
Avatar for tumpa5
Written by
3 years ago

 ইফরান ঘুমাও বাবা।
- বাবা একটা কাহানি শুনাও।
- আরে আমি গল্প পারি না
- আজকে মা থাকলে ঠিকই শুনাতো। তুমি আম্মুকে এনে দাও গল্প শুনাতে হবে না।
- আচ্ছা শুনাচ্ছি ইমোশনাল ব্লাকমেইল করতে হবে না।
- আচ্ছা কবিতার মত করে ছন্দে ছন্দে বল
- আচ্ছা শোন তাহলে,

"এক ছিল টোনা আর এক ছিল টুনি,
একজন আরেকজনের প্রতি ছিল গভীর আসক্তি
উড়ছিল বেশ একসাথে,
ভালোবাসার রঙ্গিন আকাশে।

কিন্তু প্রকৃতির নিয়ম হায়!
কে এড়িয়ে যাবে দায়!
এমন এক পথে এসে থামল এরা!
দুই দিকে দুই রাস্তা।
টোনা বলে ডানে ভালো, টুনি বলে বাঁ।
নিজের পথ কেহই ছাড়তে রাজি না।

টুনি ছিল জেদি আর টোনা তার পথে অটল।
টুনি টোনার কথা শুনতে নারাজ -
তাই টোনা রেগে বলে তুই তোর পথে চল।
টুনি বুঝলো না টোনাকে,
সবকিছু ছেড়ে চলল নিজ ভুল পথে।

টোনা উদাস মনে চেয়ে রইলো,
পড়ে রইলো স্মৃতি।
টোনা টুনি ভাঙ্গা হৃদয় নিয়ে, দুই ভিন্ন পথে।
এই ছিল তাদের কাহানি। "

- বাবা কাহানি শেষ
- হুম " এখন একসাথে আর নেই টোনা টুনি, শেষ কাহানি " এবার ঘুমাও।

ইফরান ঘুমাচ্ছে। টোনা টুনির কথা ভাবছে।ইফরানের কপালে চুমু দিয়ে বলে।"কাহানি কী শেষ তা জানি না কিন্তু ভালোবাসা এখনো আছে"।।

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments