আজও ভালোবাসি

0 12
Avatar for tumpa5
Written by
3 years ago

"কেমন আছো?" প্রশ্নটা শুনে ইশিতা চোখ তুলে তাকাল। আবার নিচে তাকিয়ে উওর দিলো, "খারাপ না।"
"তাহলে ভালো?"
ইশিতা উওর দিলো না। তার কেমন যেন লাগছে আকাশের সাথে কথা বলতে। সে হাজারোবার বলেছে যে আকাশের প্রতি তার আর কোনো অনুভূতি নেই। তবে কেন বারবার বুকের ভেতর সূক্ষ্ম ব্যাথা হয় এই মানুষটাকে দেখলে?মনে হয় বুকের মাঝে একটা ভারী পাথর রেখে দিয়েছে কেউ। মনে হয় নিশ্বাসটা বন্ধ হয়ে আসবে।
সে এক বেদনাদায়ক নিশ্বাস ফেললো ও ঝাঁজালো গলায় বলল, "হুম, ভালো। আহান অনেক যত্ন করে ও ভালোবাসে আমায়। উনার মতো মানুষকে স্বামী হিসেবে পাওয়া আমার ভাগ্য।"
আকাশ ম্লান হাসলো। একটি কথার মাঝে মানুষ সুখ ও দুঃখ একই সাথে অনুভব হতে পারে সেটা যে তার জানা ছিলো না। সে বলল, "অবশ্যই। আহানের মতো কেউই তোমাকে পাওয়ার যোগ্য। আশা করি, ওকে ভালোবাসতেও শিখে যাবে।"
"আপনাকে কে বলল আমি উনাকে ভালোবাসি না?"
"ভালোবাসো?"
আকাশের প্রশ্নটা শুনে কিছুক্ষণ স্তব্ধ রইলো ইশিতা। এই প্রশ্ন নিয়ে নিজের সাথেই কত যুদ্ধ করে সে। অথচ উওর পায় নি। কখনো পাবে বলে তার মনে হয় না। আকাশ বলল, "তুমি জানো এত কিছুতে আমি একটা জিনিস শিখেছি। সব ভালোবাসার সমাপ্তিটা সুন্দর হয় এমন নয়। কেননা সবাই ভালোবাসলেই ভালোবাসার মানুষকে পায় না।"
ইশিতা আকাশের দিকে তাকাল। মৃদু হেসে অশ্রুসিক্ত কন্ঠে বলল, "ভালোবাসা নামক শব্দটা জনপ্রিয়। সবাই ভালোবাসতে জানে সে ভালোবাসা সঠিক ভাবে টিকিয়ে রাখতে হয় তা ভুলে যায়। ভালোবাসা তো হাওয়ার মতো, এক মুহূর্তে ছুঁয়ে চলে যায়৷ কিন্তু তা টিকিয়ে রাখতে হয় ভালোবাসার দুটো মানুষকেই। এছাড়া ভালোবাসার সমাপ্তিটা সুন্দর হওয়ার জন্য ভালোবাসার মানুষদের সাথে থাকতে হয় এই কথাটা কে বলল?"

0
$ 0.00

Comments