নদীমাতৃক বাংলাদেশ

2 9
Avatar for sufal
Written by
3 years ago
  • বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে রয়েছে অগণিত নদী। নদীর উপর নির্ভর করে অনেক মানুষ তাদের জীবনযাপন করে থাকে।নদীর গভীর জলে মাছ শিকার করে সেই মাছ বিক্রি করে তারা তাদের সংসার। এ দেশের শতকরা ৮০% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে থাকে হাজার বছরের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিতেও রয়েছে নদীর প্রভাব। নদী ও মানুষ যেন মিলেমিশে থাকে এ দেশে।পৃথিবীর অন্য কোন দেশে এত নদী দেখা যায় না। তাই এ দেশের নদীর সাথে তুলনা হয় না।নদীতে দিনভর চলে নৌকা,লঞ্চ আরও অনেক কিছু। রাতে মাঝির সুমধুর কন্ঠে গান শোনা।কতরকমের গান মন প্রাণ জুড়ে ।

7
$ 0.00

Comments

amazing,good

$ 0.00
3 years ago

নদীমাতৃক দেশ হওয়ার কারণে বাংলাদেশের সৌন্দর্য টা একটু বেশি।

$ 0.00
3 years ago