গরম মুচমুচে সিঙারাগুলো ঘরে তৈরি!

0 1
Avatar for soyed
Written by
3 years ago

গরম মুচমুচে সিঙারাগুলো ঘরে তৈরি!

আসুন জেনে নেই সিঙারা তৈরির পদ্ধতি:

উপকরণ

বাইরের আবরণ: ময়দা ২ কাপ, কালজিরা ১ চা চামচ, লবণ, পানি ও তেল প্রয়োজনমতো।

পুর: আলু ২ কাপ কিউব করে কাটা, ফুলকপি অথবা গাজর কিউব করে কাটা ১ কাপ, মৌরি –চা চামচ, জিরা –১/২ চা চামচ, মেথি ১/২ চা চামচ, পেঁয়াজ ২ টি, কাঁচামরিচ ৪–৬ টি, আদা ছেঁচা– ২ চা চামচ, জিরা টালা এবং গুঁড়া– ১ চা চামচ, দারুচিনি গুঁড়া – ১ চা চামচ ও লবণ স্বাদমতো।

সিঙারাপ্রণালী

ময়দা ও তেল কালজিরা, লবণ, পানি দিয়ে শক্ত ডো বানান। ডো ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন একঘণ্টা।

এবার পুরটা করে নিন। কড়াইয়ে আধা কাপ তেল গরম করে মৌরি, জিরা ও মেথি একসঙ্গে মিশিয়ে তেলে ফোড়ন দিন। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা ও ১টি তেজপাতা দিয়ে সবজি দিন। লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। বাড়তি পানি দিতে হবে না। ভালোভাবে সেদ্ধ হয়ে সবজি রান্না হয়ে এলে জিরা ও দারুচিনির গুঁড়া দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

সিঙারার খামির সমান করে ১০ ভাগ করে নিন। ২০টি সিঙারা হবে। প্রতিটি খামির ডিমের আকারে বেলে ছুরি দিয়ে মাঝের থেকে কেটে দু’ভাগ করে নিন। সিঙারার মতো ভাঁজ করুন। পুর ভরে মুখ ভালোভাবে বন্ধ করে দিন।

সবগুলো সিঙারা তৈরি হলে পাত্রে তেল গরম করে মৃদু আঁচে একটু সময় নিয়ে সোনালি করে ভেজে নিন।

সিঙারা স্পেশাল করতে বাদাম, মুরগির কলিজা বা ছোট করে মাংসের টুকরো দিতে পারেন পুরের ভেতর।

পছন্দের সস দিয়ে গরম সিঙারা পরিবেশন করুন।

1
$ 0.00

Comments