কোভিড-১৯

0 14
Avatar for ruhul112
4 years ago

করোনার বলি হচ্ছি সবাই, মুখ দেখানোর সাধ্যে নেই, ঘরের থেকে বাইরে যাওয়ার কোনোরকম আর রাস্তা নেই।

বাজার ফাকা, দোকান ফাকা, কলেজ বসে না আর পাঠে,

প্রতিদিনের এক নিয়ম রীতি, করোনা একাই তুলছে লাটে।

বিশ্ব জুড়ে কার্ফু জাড়ি করোনা মেরেছে বান,

অদৃশ্য এই ভাইরাসই তো এনেছে ভাড়ার ঘরে টান। রাস্তার মাঝেও সোশাল ডিসটেন্স মানতে হবে রোজ,

হাচি, কাশি বদমেজাজি এসবই বরোনার দিচ্ছে খোজ। হাত রেখো না অন্যহাতে, দরকারে ফোনেই বলো কথা, চোখে, মুখে, নাকে, ঠোটে হাত রেখো না অযথা।

আইসোলোশরে থাকতে হবে, করোনা করলে তাড়া,

ধনী, গরীব ছেলে বুড়ো কেউ পাবে না ছাড়া।

চোখের সাবার রেখো, পরিষ্কার করো হাত,

আগে একবার হাত ধুলেই বলতো, এর কি শুচিবায়ুর হাত।

করোনাতে বেরো না, ভয় তুমি করোনা।

হাত ধুয়ে মাস্ত পড়ে, বেরিও বাড়ির বাইরে। গলা ব্যাথা, জ্বর হলে অবহেলা করো না।

ডাক্তার দেখাতে দেরি তুমি করো না। না হয় যে ধরে নিবে কোভিড-১৯।

ভিড়েতে যেও না হিরো তুমি ভেবো না, বাড়িতে বসো তুমি বাইরে যেও না।

সুস্থ থাকুন ঘরে থাকুন বলছে সদা সবখানে,

সোশাল ডিসটেন্স রাখতে পারে, করোনার থেকে সাবধানে।

2
$ 0.00
Sponsors of ruhul112
empty
empty
empty

Comments