0
7
মায়ের গর্ভেই গর্ভবতী সন্তান। বিস্ময়কর এই ঘটনা ঘটেছে কলম্বোর মামাজ লেটিনস হাসপাতালে।
জানা গেছে, সদ্যোজাত কন্যা জন্মেছে গর্ভে সন্তান নিয়ে! এর জেরে জন্মের সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। সেখানে অপারেশন করে বাদ দেওয়া হয় তার গর্ভস্থ ভ্রূণ