বউ শাশুড়ির সম্পর্ক

16 65
Avatar for nipa7
Written by
3 years ago

মেয়েরা নাকি শাশুরীকে মা ভাবতে পারে না ??

- কঠিন প্রশ্ন...... উওরটা আমার জানা নেই।

- আচ্ছা...... শাশুরীরা কি ছেলের বউকে মেয়ে ভাবতে পারে??

- এটা আর ও কঠিন প্রশ্ন। এ প্রশ্নের উওর ও আমার জানা নেই।

- বাদ দেন....উওর খোঁজার দরকার নেই। এরচেয়ে আসেন... আপনাদের একটা গল্প শোনাই।

.

- এক মহিলা তার মেয়েকে নিয়ে আমার চেম্বারে আসলেন। মেয়ে ১ মাসের গভর্বতী। মেয়ের শরীরটা একটু দূর্বল দূর্বল লাগে।

- সবকিছু দেখে বললাম.... আপনার মেয়ে ভালো আছে.. চিন্তার কিছু নেই... গভর্বতী হলে এমনই হয়।

ভালো খাওয়া - দাওয়া করান ... সেবা যত্ন করেন..... ঠিক হয়ে যাবে।

- মহিলা তখন বলে.....এই জন্যইতো মেয়েকে নিজের কাছে নিয়ে এসেছি। শশুরবাড়ীতে সেবা- যত্নততো ঠিকমতো হয় না।

.

এই মহিলাই তার পুএবধূকে কিছুদিন পর আমার কাছে নিয়ে আসলেন। পুএবধূ ২ মাসের গভর্বতী। গভর্বতী হওয়ার পর থেকেই বমি হচ্ছে..... শেষ রাত থেকে আবার ব্লিডিং শুরু হয়েছে।

- রুগী দেখে বুঝলাম..... এ্যাবরশন হয়ে গেছে প্লাস রুগী সিভিয়ারলি এ্যানিমিক।

- আমি মহিলাকে জিজ্ঞেস করলাম.... গত দুই মাস ধরে বমি হচ্ছে...... এতোদিন ডাক্তার দেখাননি কেনো ??

আর রুগীকেতো ঠিকমতো খাওয়া - দাওয়া ও করাননি।

- আসলে আমার মেয়ে ও গভর্বতী। মেয়ের খেয়াল রাখতে গিয়ে....... ছেলের বউয়ের খেয়াল রাখতে পারিনি।

- আপনার মেয়েকে তো নিজের কাছে নিয়ে এসেছেন ঠিকমতো সেবা করার জন্য। আপনার ছেলের বউকেও তার মেয়ের কাছে পাঠিয়ে দিতেন।তাহলেতো সমস্যা হতো না।

- কি বলেন ডাক্তার সাহেব!!! তাহলে বাড়ির এতো কাজ-কর্ম কে করবে ??

.

- অধিকাংশ মেয়েরা শাশুরীকে মা ভাবতে পারে না..... এটা সত্যি কথা।

- এরচেয়ে বড় সত্যি কথা হলো...... অধিকাংশ শাশুরীরা ছেলের বউতে মেয়ে ভাবতে পারে না।

.

শাশুরীরা.... একবার শুধু ছেলের বউকে মেয়ে ভেবেই দেখুক..... কথা দিচ্ছি.... ছেলের বউ শাশুরীকে কখনোই শাশুরী ভাববে না...... ভাববে নিজের মা।

.

মেয়েরা শাশুরিকে মা ভাবলেও শাশুরিরা মেয়ে ভাবে না। আবার অনেক মেয়ে ও শাশুরিকে মা ভাবে না। বিয়ের পর মেয়েরা বাবা মাকে ছেড়ে আরেক বাবা মায়ের কাছে আসে। তখন যদি শশুর শাশুরি ঐ মেয়েকে মেয়ের মত ভাবে তার সাথে সুন্দর ব্যবহার করে তাকে মেয়ের মত ভাবে তাহলে মেয়েটা যতই খারাপ হোক শাশুরির ভালো ব্যবহারে মেয়েটা ও ভালো হবে। আর একটা কথা শাশুরি নিজেদের মেয়েকে যে রকম আদর করে ছেলের বউকে তা করে না তাই বাধ্য হয়ে অনেক ভালো মেয়ে খারাপ হয়ে যায়। শুধু শাশুরির কথা বলছি না অনেক ছেলের বউ প্রথম থেকে খারাপ হয়। আর একটা সত্যি কথা বেশির মেয়েরা শাশুরি কে মা ভাবতে পারে না শাশুরির আচরনের কারনে । ছেলের বউ যত ভালো করে চলুক না কেনো শাশুরির মুখের কটু কথা শুনতে হয়।।

,,আশা করি আপনারা উওরটা দেবেন,,!!

কাউকে কষ্ট দেওয়ার জন্য পোস্ট করিনি।ভালো না লাগলে ইগনোর করবেন।

4
$ 0.00
Avatar for nipa7
Written by
3 years ago

Comments

Sotti bolachan jodi bou sasurur songsar hoi ma mayar moto tahola sai somporko hoi prithibir sob thaka sundor somporko

$ 0.00
3 years ago

Thank u

$ 0.00
3 years ago

Wlc

$ 0.00
3 years ago

In my opinion, it is normal for a wife not to think of her mother-in-law as her own mother. It is impossible to fall in love with a stranger all of a sudden. Gradually love will be created through mutual understanding and respect

$ 0.00
3 years ago

Thanks

$ 0.00
3 years ago

Welcome

$ 0.00
3 years ago

আপনাকে ধন্যবাদ, আপনি এখানে বউ শাশুড়ীর
সম্পর্কটা সুন্দরভাবে তুলে ধরেছেন। তবে এটা ঠিক যে মায়ের মতো আপন কেউ ই হয় না।

$ 0.00
3 years ago

আমরা আমাদের দিক থেকে করবো। বাকিটা তাদের কর্ম।আর মা তো মাই হয়।ধন্যবাদ।

$ 0.00
3 years ago

Nice good article. subscribe me than l back

$ 0.00
3 years ago

Thank u.

$ 0.00
3 years ago

very good article.so nice mater. thsnks for you.

$ 0.00
3 years ago

Thanks bro.👍

$ 0.00
3 years ago

Wow 😮😮👈amazing story😮👈❤

$ 0.00
3 years ago

Thanks

$ 0.00
3 years ago