চিকেন কিমা পোলাও

1 1
Avatar for monzur
Written by
3 years ago

উপাদান:

পোলাও চাল ৩ কাপ কিছু সময় ভিজিয়ে রাখবো।

ধনেপাতা ৪ চামচ,

পুদিনাপাতা ৪ চামচ ,

আস্ত পুদিনাপাতা ১৫ টি ,

লবন স্বাদমতো ,

চিকেন কিমা ২ কাপ ,

এলাচ ৩ টি ,

লবঙ্গ ২ টি ,

গোলমরিচ ১৫ টি ,

আস্ত জিরা ১ চামচ ,

পেয়াজ কুচি ১ কাপ ,

টমেটো ১ কাপ ,

কাচা লংকা ৫ টি ,

আদা ১ চামচ ,

রসুন ১ চামচ ,

শুকনো ঝালের গুরো ১ চামচ ,

গরম মশলা ১ চামচ ।

প্রণালী:

তেলে এলাচ, লবঙ্গ, দারচিনি,গোলমরিচ ও জিরার ফোড়ন দিয়ে পেয়াজ দিতে হবে । এটি কষিয়ে কিমা দিয়ে আবার কষাতে হবে ।অতপর লবন,আদা বাটা, রসুন বাটা, শুকনো লংকা গুরো ও টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দমে দিতে হবে। কিমা সিদ্ধ হয়ে এলে চাল দিয়ে ভালোভাবে নেড়ে পরিমানমতো গরম পানি দিয়ে পোলাও রান্না করে নিতে হবে । অতপর ধনেপাতা কুচি, পুদিনাপাতা , কাচা লংকা , গরম মশলা ও ঘি দিয়ে আবার ভাপে বসাতে হবে।

4
$ 0.00
Avatar for monzur
Written by
3 years ago

Comments

চিকেন কিমা পোলাও আমার প্রিয় সব খাবারগুলোর মধ্যে অন্যতম একটা খাবার। আমার অনেক ভালো লাগে চিকেন কিমা পোলাও। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে চিকেন কিমা পোলাও এর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago