টমেটো ও বাঁধাকপি সালাদ

1 14

শুভ সকাল বন্ধুরা

আশা করি সবাই ভালো আছেন।

আজকে আপনাদের সামনে একটি সহজ রেসিপি যা বাড়িতে অতি সহজে আপনি তৈরি করতে পারবেন।

চলুন কিভাবে তৈরি করতে হবে জেনে নিই।

উপকরণ :

  • কচি বাঁধাকপি ১ টি।

  • টমটো ছোট ৬ টি।

  • তিল ভাজা খোসা ছাড়ানো।১ চা চামচ।

  • শুকনো মরিচের গুড়ো ১/২ চা চামচ।

  • লবণ ১ চা চামচ।

  • রসুন কুচি ২ টেবিল চামচ।

  • তেল ২ টেবিল চামচ।

তৈরি করার নিয়ম :

  • কচি বাঁধাকপি নিয়ে ধুয়ে কুচি করে কেটে নিন।

  • টমটো ও কুচি করে কেটে ধুয়ে নিন এবং বাঁধাকপি সাথে মিশিয়ে নিন।

  • রসুন ছেঁচে তেলে ভেজে নিন।

  • তেলসহ ভাজা রসুন মরিচের গুড়াঁ লবণ, তিল, বাঁধাকপি, টমটো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন।

  • এখন আপনি ইচ্ছা মত পরিবেশন করতে পারবেন।

Sponsors of abanik111
empty
empty
empty

3
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

বাঁধাকপির সালাদ আমার অনেক প্রিয় খাবার। বাঁধাকপির সালাদ অনেক পুষ্টিকর।এই সালাদ যে কোন সময় খাওয়া যায়।

$ 0.00
3 years ago