তাজা সবজির সালাদ রেসিপি

2 12

আপনাদের জন্য আবার নিয়ে এলাম অতি সহজ একটি সালাদ রেসিপি, যা অতি সহজে আপনি বাড়িতে তৈরি করতে পারবেন।

চলুন কিভাবে তৈরি করতে হয় জেনে নিই:

উপকরণ :

  • গাজর ২ টি।

  • মুলা ২ টি।

  • খিরা ২ টি।

  • টমেটো ৪ টি।

  • কেপসিকাম ১ টি।

  • পেঁয়াজপাতা ১ আটি।

  • পেঁয়াজ কলি ৬ টি।

  • লেটুস পাতা পরিমাণ মতো।

তৈরি করার নিয়ম:

  • সব সবজি ধুয়ে নিন।গাজর খোসা ছাড়িয়ে ৬ সে.মি লম্বা ফালি করে নিন।

  • মুলা লাল খোসা সহ গোল করে চাক করে নিন।

  • খিরা খোসা ছাড়িয়ে লম্বা ফালি করে নিন।এবং টমটো ও কেপসিকাম ও লম্বা টুকরো করে নিন।

  • পেঁয়াজপাতা ও পেঁয়াজ এর খোসা ছড়িয়ে নিন।পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা লম্বা করে আগা কেটে নিন।ছোট আকারে লেটুস পাতা নিন।

  • একটি পাএে সবজি গুলো রং মিলিয়ে নিজের মতো করে সাজিয়ে নিন।সবজির উপর বরফ কুচি দিতে পারেন।

  • পরিবেশন আগে ফ্রিজ রেখে পরিবেশন করতে পারবেন।

ধন্যবাদ @Adnan334 ভাই সব সময় উৎসাহ এবং সাথে থাকা জন্য

Sponsors of abanik111
empty
empty
empty

4
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty

Comments

🤤🤤🤤

$ 0.00
3 years ago

তাজা সবজির সালাদ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমাদের জন্য অনেক কাজে আসবে।

$ 0.00
3 years ago